প্রাইম ইন্স্যুরেন্সের মৃত পরিচালকের শেয়ার পাচ্ছেন তার স্বামী
প্রকাশ | ০৭ ডিসেম্বর ২০২২, ১৬:২৯
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রাইম ইন্স্যুরেন্স লিমিটেডের প্রয়াত পরিচালক তাহেরা আক্তারের শেয়ার তার স্বামী মোস্তাফিজুর রহমানকে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ- ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বীমা খাতের কোম্পানি প্রাইম ইন্স্যুরেন্সের তাহেরা আক্তারের কাছে মোট ৬২ হাজার ৯০৫টি শেয়ার ছিল।
২০২০ সালের ১০ জুন মারা যান তাহেরা আক্তার। দুই বছর পর তাহেরার সমস্ত শেয়ার তার স্বামী মোস্তাফিজুর রহমানকে হস্থান্তরের সিদ্ধান্ত নিল প্রাইম ইন্স্যুরেন্স।
(ঢাকাটাইমস/৭ডিসেম্বর/এজে)