দরবৃদ্ধির শীর্ষে কেডিএস এক্সেসরিজ

প্রকাশ | ০৭ ডিসেম্বর ২০২২, ১৬:৫৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ- ডিএসইর লেনদেনে টপটেন গেইনার বা দরবৃদ্ধির শীর্ষে রয়েছে কেডিএস এক্সেসরিজ লিমিটেড। শেয়ারটির দর ৭ টাকা ৪০ পয়সা বা ৯.৬০ শতাংশ বেড়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, বুধবার কেডিএস এক্সেসরিজ সর্বশেষ ৮৪ টাকা ৫০ পয়সা দরে শেয়ার লেনদেন করে।

তথ্য অনুযায়ী, কোম্পানিটি ২ হাজার ১২৪ বারে ১৫ লাখ ৩৭ হাজার ৬৪২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১২ কোটি ৬৭ লাখ টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। কোম্পানিটির দর বেড়েছে ৪৫ টাকা ৭০ পয়সা বা ৭.৫০ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৬৫৫ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে আমরা টেকনোলজি লিমিটেড। কোম্পানিটির ১ টাকা ৪০ পয়সা বা ৩.৫৫ শতাংশ বেড়েছে।

দরবৃদ্ধির তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সোনালী লাইফ ইন্স্যুরেন্স, সামিট অ্যালায়েন্স পোর্ট, ওরিয়ন ফার্মা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, আইটিসি ও বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিক লিমিটেড।

(ঢাকাটাইমস/৭ডিসেম্বর/এজে)