নয়াপল্টনে পুলিশের ওপর হামলা চালিয়েছে বিএনপি: ওবায়দুল কাদের

প্রকাশ | ০৭ ডিসেম্বর ২০২২, ১৮:০৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
ফাইল ফটো

নয়াপল্টনে পুলিশের ওপর বিএনপি হামলা করেছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, ‘নয়াপল্টন নিয়ে বিএনপি বাড়াবাড়ি করছে। কেন করছে সেটা আমরা জানি। নয়াপল্টনের অফিসে গিয়ে নাকি আশ্রয় নেবে। তারা আগুন নিয়ে রাস্তায় নামবে। একটু আগে খবর পেলাম ১০ তারিখ আসতে না আসতে তারা (বিএনপি) অফিসের সামনে পুলিশের ওপর হামলা চালিয়েছে।’

কক্সবাজারে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসভায় প্রধান অতিথি ছিলেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘ফখরুল সাহেব বাড়াবাড়ি করবেন না। লাফালাফি করবেন না। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা মরে গেছে। এটাকে আর জীবিত করার দরকার কি? তিনি (ফখরুল) তত্ত্বাবধায়ক বলে চিৎকার করেছেন। কিন্তু কোনো লাভ হবে না।’

এসময় বিএনপিকে বিশ্বাস না করার জন্য কক্সবাজারের মানুষদের প্রতি অনুরোধ জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘হাওয়া ভবনের যুবরাজ তারেক রহমানকে বিশ্বাস করবেন না।’

চলমান বিশ্বকাপ ফুটবলের প্রসঙ্গ টেনে ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশ আজ শতভাগ বিদ্যুতের দেশ। দেশবাসী নিরবচ্ছিন্নভাবে ফুটবল বিশ্বকাপ দেখতে পাচ্ছে। ফুটবলের মাঠে খেলা হচ্ছে। রাজনীতির মাঠেও খেলা হবে। নির্বাচনে খেলা হবে। তৈরি আছেন কক্সবাজার? আগুন সন্ত্রাসের বিরুদ্ধে খেলা হবে।’

(ঢাকাটাইমস/০৭ডিসেম্বর/ডিএম)