উন্নয়ন ও সুশাসন উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী: প্রতিমন্ত্রী পলক

প্রকাশ | ০৭ ডিসেম্বর ২০২২, ১৮:৩৪

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক বলেন, মাত্র ১৩ বছরে শতভাগ বিদ্যুতের আলোয় আলোকিত করেছেন প্রধানমন্ত্রী। আজ উপজেলার প্রত্যন্ত অঞ্চলে রাস্তা-ঘাট হয়েছে। প্রত্যেকটি গ্রাম শহরে পরিণত হয়েছে। আর উন্নয়নের পাশাপাশি সুশাসন উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই উন্নয়ন অব্যাহত

রাখতে আবারও নৌকায় ভোট দেয়ার আহবান জানান পলক।

বুধবার বিকাল ৫টায় নাটোরের সিংড়ার গুড়নদীর উপর সাড়ে ৯ কোটি টাকা ব্যয়ে ৯৬.০০ মিটার পিএসসি গার্ডার সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরে জোড়মল্লিকা নিংগইন উচ্চ বিদ্যালয়ের ‘ফয়েজ উদ্দিন আহমেদ ক্রীড়া কমপ্লেক্স’ মাঠের শুভ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী পলক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান।

উপস্থিত ছিলেন- এলজিইডির নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম, পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওহিদুর রহমান শেখ, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুল আওয়াল, সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন, পৌর আওয়ামী লীগের সভাপতি ডালিম আহমেদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন প্রমুখ।

(ঢাকাটাইমস/৭ডিসেম্বর/এসএ)