কক্সবাজারে পাহাড় ধসে প্রাণ গেল একই পরিবারের চারজনের

প্রকাশ | ০৭ ডিসেম্বর ২০২২, ২১:৪৭

কক্সবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস

কক্সবাজারের রামুতে পাহাড় ধসে একই পরিবারের চারজন মারা গেছেন। বুধবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের লট উখিয়ার ঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রামু থানার ওসি আনোয়ারুল ইসলাম এ খবর নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে ফায়ার সর্ভিসের কর্মীরা কাজ করছেন।

মৃতরা হলেন, ওই এলাকার আজিজুর রহমান (৫৫), তার স্ত্রী রহিমা খাতুন (৪৫), শাশুড়ি দিল ফুরুস বেগম (৭০) ও পুত্রবধূ নাছিমা আকতার (২৫)।

ফায়ার সার্ভিসের রামুর স্টেশন কর্মকর্তা সৌমেন বড়ুয়া জানান, আজিজুর রহমান নিজ বাড়িতে ফিরে রান্নাঘরে রাতের খাবার খাওয়ার সময় হঠাৎ পাহাড় ধসে মাটি চাপা পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মাটি চাপা থেকে চারজনের মরদেহ উদ্ধার করে।

মাটির নিচে আর কেউ আছে কিনা তার জন্য কাজ চলছে। তবে বৃষ্টি না হলে অসময়ে কেনো পাহাড় ধস- তিনি তা নিশ্চিত করতে পারেননি।

পাহাড় ধসের খবর পেয়ে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মোস্তফা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পাহাড়ের পাদদেশে ঝুঁকি নিয়ে বসবাসরতদের তিনি সতর্ক থাকার আহবান জানান।

(ঢাকাটাইমস/০৮ডিসেম্বর/এলএ)