কলাপাড়ায় বিএনপির ৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

প্রকাশ | ১০ ডিসেম্বর ২০২২, ১৮:৪৬

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, ঢাকাটাইমস

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা আওয়ামী লীগ অফিসের সামনে ককটেল বিস্ফোরণ, ৭টি অবিস্ফোরিত ককটেল উদ্ধারের ঘটনায় বিএনপি ও সহযোগী সংগঠনের ৫০ নেতাকর্মীর নামে বিস্ফোরক আইনে মামলা হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইউসুফ আলী শুক্রবার রাতে কলাপাড়া থানায় এ মামলা করেন।

আওয়ামী লীগ সূত্র জানায়, সম্প্রতি ঢাকায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তার নিয়ে বিএনপি ও জামায়াত জোট এবং তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এলাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির লক্ষে ৮ ডিসেম্বর রাত সাড়ে ১১টার দিকে উপজেলা আওয়ামী লীগ অফিসের সামনে ককটেল বিস্ফোরণ করে। এছাড়া ইটপাটকেল নিক্ষেপ করে অফিসের জানালার কঁাচ ভাঙচুরসহ লাঠিসোটা দিয়ে পিটিয়ে অফিসে ভাঙচুর চালায়। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে ৭টি অবিস্ফোরিত ককটেল, বিস্ফেরিত ককটেলের অংশ বিশেষ, লাঠিসোটা ও ইটপাটকেল আলামত হিসেবে উদ্ধার করে। 

কলাপাড়া থানার ওসি মো. জসিম বলেন, ঘটনাস্থল থেকে ৭টি অবিস্ফোরিত ককটেল, বিস্ফেরিত ককটেল বোমার অংশ বিশেষ উদ্ধার করা হয়েছে।

(ঢাকাটাইমস/১০ডিসেম্বর/এলএ)