বিক্রেতাশুন্য ছিল দুই কোম্পানির শেয়ার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ ডিসেম্বর ২০২২, ১৭:৪৩

ঢাকা স্টক এক্সচেঞ্জ- ডিএসইতে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনে বিক্রেতা পাওয়া যায়নি দুটি কোম্পানির শেয়ারের। কোম্পানি দুটি হচ্ছে- কোহিনুর কেমিক্যাল ও তমিজউদ্দিন টেক্সটাইল লিমিটেড।

ডিএসই সূত্রে খবর, মঙ্গলবার লেনদেন শুরুর দুই ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে যায় ওই কোম্পানি দুটির শেয়ারের। এতে তাদের শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে।

সূত্র মতে, মঙ্গলবার কোহিনুর কেমিক্যালের স্ক্রিনে ২৯ হাজার ৮টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৪৫৮ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।

এদিকে একই সময়ে তমিজউদ্দিন টেক্সটাইলের স্ক্রিনে ১৮ হাজার ১৫১টি শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৯৬ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।

সোমবার শেয়ারটির সমাপনী দর ছিল ১৭৮ টাকা ৩০ পয়সা।

(ঢাকাটাইমস/১৩ডিসেম্বর/এজে)

সংবাদটি শেয়ার করুন

পুঁজিবাজার বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা