কুয়াশায় ৫ ঘণ্টা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি ও লঞ্চ চলাচল শুরু

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ ডিসেম্বর ২০২২, ১৩:৩৪

ঘন কুয়াশার কারণে দৌলত‌দিয়া-পাটু‌রিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হয়েছে।

বৃহস্পতিবার ভোর ৫টা থেকে সকাল ১০টা পযর্ন্ত এ রুটে ফেরি ও লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখে রাখে বিআইডাব্লিউটিসি।

দীর্ঘ সময় বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাটে প্রায় অর্ধশত যানবাহন আটকা পড়ে। এ সময় আটকা পড়া গাড়ির যাত্রীরা শীতের ঠান্ডা বাতাসে চরম দুর্ভোগের শিকার হন।

এর আগে গত বুধবার রাতে এর ফলে চার ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল।

জানা গেছে, বুধবার ভোর ৪টার দিকে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এরপর সকাল ৮টার দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসির) দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক মো. খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলোর অস্পষ্টতার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চার ঘণ্টা ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ সময় উভয় পাড় থেকে ছেড়ে আসা ৫টি ফেরি মাঝ নদীতে আটকা পড়ে। কুয়াশার ঘনত্ব কমে এলে বুধবার সকাল ৮টার দিকে এ নৌরুটে ফেরি চলাচল শুরু হয়।

তিনি জানান, চাপ কম থাকায় যানবাহনের তেমন সিরিয়াল পড়েনি। যা আছে সিরিয়ালে পার করা হচ্ছে।

(ঢাকাটাইমস/১৫ডিসেম্বর/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :