বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন পূরণ হলো না ইশরাকের

প্রকাশ | ১৫ ডিসেম্বর ২০২২, ১৬:০৯ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২২, ১৬:৫২

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকা টাইমস

টাঙ্গাইলের ভূঞাপুরে ড্রামট্রাকের ধাক্কায় সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে ইন্তিশার ইশরাক (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় তার বাবা আবু সাঈদ (৫০) ও সোলায়মান (৫৫) নামে আরও ২ জন সিএনজি যাত্রী আহত হ‌ন।

বৃহস্প‌তিবার সকাল সা‌ড়ে ৯টার দি‌কে ভূঞাপুর-তারাকান্দি মহাসড়কের উপজেলার অর্জুনা ইউনিয়নের জগৎপুরা এলাকায় এ ঘটনা ঘ‌টে। 

নিহত ইশরাকের বাড়ি জামালপুর জেলার স‌রিষাবা‌ড়ী উপ‌জেলার থল গ্রা‌মে এবং আহত সোলায়মান কুষ্টিয়া ভেড়ামারা মল্লুক মন্ডলের ছেলে। ইশরাকের বাবা আবু সাইদ ও সোলায়মান যমুনা ফার্টিলাইজার সার কারখানায় কর্মরত ছিল বলে জানা যায়।

এ বিষয়টি ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম নিশ্চিত করে জানান, সকালে ইশরাক তার বাবার সঙ্গে স‌রিষাবা‌ড়ী থে‌কে সিএনজিতে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালযয়ে ভ‌র্তি হ‌তে যা‌চ্ছিলেন। 

তিনি জানান, পথে জগৎপুরা এলাকায় পৌঁছলে ড্রামট্রাকের সংঘর্ষে ইশরাকের মৃত্যু হয়। এতে আহত হন তার বাবাসহ আরও এক সিএনজি যাত্রী। পরে আহতদের উদ্ধার ক‌রে টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়। এছাড়া ট্রাক জব্দ করা গেলেও ঘাতক চালক পালিয়ে যায়।

(ঢাকাটাইমস/১৫ডিসেম্বর/এসএম)