বিজয় দিবস উপলক্ষে ফেনীর গ্রীনল্যান্ড কলেজের আলোচনা সভা

ঢাকাটাইমস ডেস্ক
 | প্রকাশিত : ১৬ ডিসেম্বর ২০২২, ১৯:০০

১৬ ডিসেম্বর বিজয়ের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্য অর্জিত হয়, বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ায়। মুক্তিযুদ্ধের বিজয় কেবল বাঙালির রাজনৈতিক বিজয় নয়, আমাদের হাজার বছরের বাঙালি সাহিত্য ও সংস্কৃতির বিজয়। শুক্রবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে ফেনী মিজান রোডস্থ গ্রীনল্যান্ড কলেজের এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। গ্রীনল্যান্ড কলেজ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো. জাহিদুল ইসলাম বলেন, ‘আমাদের স্বাধীনতা সংগ্রামের গৌরবোজ্জ্বল দিন ১৬ ডিসেম্বর। বিজয়ের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্য অর্জিত হয়, বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ায়। বিজয় আমাদের সুযোগ দিয়েছে দেশমাতৃকার সেবা করার। ঐক্যবদ্ধভাবে জাতীয় চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদের সোনার বাংলাদেশ গড়ে তুলতে হবে।’

অনুষ্ঠানের সভাপতি কলেজ অধ্যক্ষ এম এম ইউ আলমগীর বলেন, ‘বাঙালি কয়েক হাজার বছর ধরে স্বাধীনতার স্বপ্ন দেখেছে। তাই মুক্তিযুদ্ধের বিজয় কেবল বাঙালির রাজনৈতিক বিজয় নয়, আমাদের হাজার বছরের বাঙালি সাহিত্য ও সংস্কৃতির বিজয়। বিজয় দিবসে আমাদের স্মরণ করতে হবে সেই রক্তের ইতিহাস, দীর্ঘশ্বাসের ইতিহাস যা আমাদের বিজয়ের পথে ধাবিত করেছে। এই বিজয়কে সমুন্নত রাখতে হলে আমাদের সজাগ থাকতে হবে। বিজয় দিবসে আমাদের অঙ্গীকার হোক অর্থনৈতিক ও বুদ্ধিবৃত্তিক সততা, মমতা, দেশপ্রেম ও দক্ষতা দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া।’

বিশেষ অতিথির বক্তব্যে হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক জনাব শহীদুল ইসলাম বলেন, ‘বাংলাদেশের শক্তি হলো বাঙালির ভাষা ও সংস্কৃতির অপরিমেয় বোধের শক্তি। আমাদের বোধের মাধ্যমেই আমরা স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার চিন্তা করেছিলাম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাতিসন্তান হিসেবে আমরা উন্নয়নের ধারায় অগ্রসর হতে চাই এবং বিশ্ববাঙালি হিসেবে নিজেদের সুপ্রতিষ্ঠিত করতে চাই।’

এছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টায় গ্রীনল্যান্ড কলেজের উদ্যোগে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। কলেজের প্রভাষক ফাহমিদা ফেরদৌসের সঞ্চালনায় আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। -বিজ্ঞপ্তি

(ঢাকাটাইমস/১৬ডিসেম্বর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :