মির্জাপুরে নারী সমাবেশে সবজির বীজ বিতরণ

টাঙ্গাইলের মির্জাপুরে নারী সমাবেশে সবজির বীজ বিতরণ করা হয়েছে। রবিবার বিকালে পৌরসভার ১ নম্বর ওয়ার্ড পোষ্টকামুরী খালের পাড়ায় সমাবেশে এই সবজির বীজ বিতরণ করা হয়। সমাবেশে শতাধিক নারীর মধ্যে বিভিন্ন জাতের সবজির বীজ বিতরণ করেন সংসদ সদস্য খান আহমেদ শুভ।
উপজেলা যুব মহিলা লীগের সভাপতি নার্গিস আক্তার ও স্থানীয় সমাজ কল্যাণ সংস্থা ‘বাতিঘর’ যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে।
পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. জলিল খানের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোজাহিদুল ইসলাম মনির, যুগ্ম-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, মাজহারুল ইসলাম শিপলু, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান আকন্দ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শহিদুর রহমান লাবু, উপদেষ্টা মন্ডলির সদস্য মাহফুজুর রহমান কনক, পৌর আওয়ামী লীগের সভাপতি হারুন মিয়া, সাধারণ সম্পাদক আলম মিয়াসহ প্রমুখ।
(ঢাকাটাইমস/১৮ডিসেম্বর/এসএ)

মন্তব্য করুন