এমবাপ্পে যেন গোল মেশিন, দুই বিশ্বকাপেই ১২

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ১৯ ডিসেম্বর ২০২২, ১৫:৪১ | প্রকাশিত : ১৯ ডিসেম্বর ২০২২, ১৫:১৮

প্রতিটা ম্যাচেই গোল উৎসবে মাতেন ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে। এবারের কাতার বিশ্বকাপে ছুটেছেন উল্কার গতিতে। এ আসরে সর্বোচ্চ আট গোল করে জিতে নিয়েছেন গোল্ডেন বুট। এছাড়া দুই বিশ্বকাপেই করেছেন ১২ গোল। তার সামনে আছেন আর মাত্র পাঁচ জন। যে গতিতে তিনি এগোচ্ছেন এতে হয়তো পরের বিশ্বকাপেই সবাইকে ছাপিয়ে যাবেন এমবাপ্পে। ছুয়ে ফেলবেন বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি।

এদিকে ২০১৮ সালের বিশ্বকাপে প্রথমবার খেলতে নেমে ৪ গোল করেন এমবাপ্পে। এবার তিনি করেন ৮টি গোল। বিশ্বকাপে গোলদাতাদের তালিকায় পেলের সঙ্গে যুগ্মভাবে পঞ্চম স্থানে আছেন এই ফরাসি স্ট্রাইকার।

তার ওপরে রয়েছেন লিওনেল মেসি ও ফ্রান্সেরই জাঁ ফন্তেইন। তাদের গোল সংখ্যা ১৩টি। জার্মানির গার্ড মুলারের আছে ১৪টি গোল। তিনি রয়েছেন তালিকার তৃতীয় স্থান। ১৫টি গোল করে দ্বিতীয় স্থানে রয়েছেন রোনালদো নাজারিও। শীর্ষে জার্মানির মিরোস্লাভ ক্লোসা। তার গোলের সংখ্যা ১৬টি।

এর মানে ক্লোসার নজির ভাঙতে হলে পরের বিশ্বকাপে আরো পাঁচটি গোল করতে হবে এমবাপ্পেকে। তার বয়স এখন মাত্র ২৩। যদি ইনজুরি কিংবা কোনো অঘটন না ঘটে তবে এখনও অন্তত দুইটি বিশ্বকাপ খেলতে পারবেন তিনি।

সদ্য সমাপ্ত কাতার বিশ্বকাপে ৮ গোল করে গোল্ডেন বুট জিতেও চোখের জলে মাঠ ছেড়েছেন তিনি।

(ঢাকাটাইমস/১৯ডিসেম্বর/এসএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

বাংলাদেশের নতুন স্পিন কোচ কিংবদন্তি মুশতাক আহমেদ

পেনাল্টি নিতে খেলোয়াড়দের ধাক্কাধাক্কি, কড়া হুঁশিয়ারি কোচ পচেত্তিনোর

উইজডেনের বর্ষসেরার তালিকায় অস্ট্রেলিয়ার তিন ও ইংল্যান্ডের দুইজন

সার্বিয়ান ওপেনে ইরানি নারী তায়কোয়ান্দোদের ২ পদক

এগিয়ে থাকলেও পিএসজিকে সমীহ করছেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ

অবসর ভেঙে তামিম ও মুশফিককে টি-টোয়েন্টি দলে ফেরানোর ব্যাপারে যা বললেন শান্ত

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বেশি প্রত্যাশা না রাখার অনুলোধ শান্তর!

উইজডেনের ‘লিডিং ক্রিকেটার’ কামিন্স ও ব্রান্ট

বেঙ্গালুরুর একাদশে না থাকার রহস্য ভাঙলেন ম্যাক্সওয়েল

তাসকিনের বিশ্রাম ও আইপিএল খেলতে না দেওয়া নিয়ে যা বলছে বিসিবি

এই বিভাগের সব খবর

শিরোনাম :