ব্যবসায়ীকে ‘বিবস্ত্র’করে মারধরের ঘটনায় গ্রেপ্তার ৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ ডিসেম্বর ২০২২, ১৭:৪৩

চাঁপাইনবাবগঞ্জ সদরে ব্যবসায়ীকে ‘বিবস্ত্র’করে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগের তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলা সদরের বটতলা হাট এলাকায় এক সপ্তাহ আগে ব্যবসায়ীকে নির্যাতন করা হয়। পরে মামলায় তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান এ তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তারকৃতরা পৌরসভার বটতলা হাট এলাকার সোহাগ (২৮), কালীগঞ্জ বাবুপাড়ার আনাস (২৭) ও জয়নগর মীরপাড়ার সাকিল (৩২)।

ভুক্তভোগী ওই ব্যবসায়ী জানান, গত ১১ ডিসেম্বর রাতে বটতলা হাট এলাকার আবু বাক্কারের নেতৃত্বে তাকে মারধর ও বিবস্ত্র করে রাস্তায় ঘুরানো হয়। এরসময় তার কাছে থাকা ১৪ হাজার টাকা ও একটি মুঠোফোন ছিনিয়ে নেয়। পরে তার স্বজনরা এসে তাকে উদ্ধার করেন।

ব্যবসায়ী আরও জানান, ওই দিনের ঘটনার ভিডিও ধারণ করে তার কাছে ‘ব্লাকমেইল’ করছিলো ওই যুবকরা। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে চাঁদা দাবি করে। পরে তাদের চাঁদা না দেয়ার সেই ভিডিও ছড়িয়ে দেয়।

এ বিষয়ে অভিযুক্ত আবু বাক্কারের বক্তব্য জানতে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান জানান, একজন ব্যবসায়ীকে বিবস্ত্র করে মারধর করা হয়েছে জানার পরই পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। পরে ওই ব্যবসায়ী পর্নোগ্রাফি ও চাঁদা দাবির মামলা করেছেন। গ্রেপ্তার তিনজনকে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত বাকি আসামিদের খুঁজছে পুলিশ।

(ঢাকাটাইমস/১৯ডিসেম্বর/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :