দায়িত্ব নেয়ার মতো কাউকে পেলে সিইওর পদ ছাড়বেন ইলন মাস্ক

প্রকাশ | ২১ ডিসেম্বর ২০২২, ১৩:১৩

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

দায়িত্ব নেয়ার মতো ‘যথেষ্ট বোকা’ কাউকে খুঁজে পেলে টুইটারের প্রধান নির্বাহীর পদ থেকে সরে দাড়াবেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক।

এর আগে টুইটারের প্রধান নির্বাহীর পদ থেকে সরে দাঁড়ানো উচিত কিনা, সেই প্রশ্নে  মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মের ব্যবহারকারীদের কাছে ভোটের আহ্বান করেছিলেন মাস্ক। সেই জরিপে সাড়ে ৫৭ শতাংশ উত্তরদাতা মাস্কের সরে দাঁড়ানোর পক্ষে মত দেন।

এরপর মঙ্গলবার এক টুইটে ইলন মাস্ক বলেন, সিইও পদের জন্য যোগ্য লোক পেলেই তিনি দায়িত্ব ছেড়ে দেবেন। তবে টুইটারের সফটওয়্যার আর সার্ভার টিমকে নিজের অধীনেই রাখবেন তিনি।

(ঢাকাটাইমস/২১ডিসেম্বর/এফএ)