চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত থেকে আড়াই কোটি টাকার হেরোইন উদ্ধার

প্রকাশ | ২১ ডিসেম্বর ২০২২, ১৩:৪১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী চরবাগডাঙ্গা এলাকা থেকে মালিকবিহীন দুই কোটি ৫০ লাখ ৭০ হাজার টাকার মূল্যের দুই কেজি ৫৭০ গ্রাম  হেরোইন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার বিকাল ৫টার দিকে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের আলিমনগর গ্রামে অভিযান চালিয়ে এসব হেরোইন উদ্ধার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাহিদ হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সীমান্ত পিলার ১৯/২-এস হতে আনুমানিক ০৪ কি. মি. বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জের আলিমনগর গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় দুই কেজি ৫৭০ গ্রাম ভারতীয় হেরোইন উদ্ধার করা হয়। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে হেরোইন ব্যবসায়ীকে ধরতে অভিযান অব্যাহত আছে।

তিনি আরও জানান, সীমান্ত এলাকায় অন্যান্য মালামালসহ মাদকদ্রব্য চোরাচালান দমনে বদ্ধপরিকর।

(ঢাকাটাইমস/২১ডিসেম্বর/এসএ)