প্রাইভেটকারের ধাক্কায় রক্ষা পেলেও ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ যুবকের

টাঙ্গাইল প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ ডিসেম্বর ২০২২, ১০:৫৬| আপডেট : ২২ ডিসেম্বর ২০২২, ১১:৪০
অ- অ+

টাঙ্গাইলের কালিহাতীতে প্রাইভেটকারের ধাক্কায় প্রাণে বেঁচে গেলেও ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোরে কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় রেললাইন দিয়ে হাঁটাহাঁটির সময় ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত হন।

নিহতরা হলেন- পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর গ্রামের চঞ্চল সিকদারের ছেলে মো. সাগর (৩৫), একই জেলার আমিনপুর উপজেলার আহম্মেদপুর গ্রামের মো. লিয়াকত আলীর ছেলে মো. সজিব (৩৩)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ব্যক্তিরা রাতে প্রাইভেটকারযোগে ঢাকা থেকে পাবনা যাচ্ছিলেন। তাদের প্রাইভেটকারটি ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের হাতিয়া এলাকায় পৌঁছালে অন্য একটি প্রাইভেটকার চাপ দিলে তাদের প্রাইভেটকারটি মহাসড়কের পাশে নেমে যায়। পরবর্তীতে চালক গাড়িটিকে ওপরে ওঠানোর সময় নিহত ব্যক্তিরা রেললাইনের ওপর হাঁটাহাঁটি করতে গিয়ে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কায় নিহত হন।

টাঙ্গাইলের ঘারিন্দা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফজলুল হক বলেন, ‘নিহতদের লাশ উদ্ধার করে ফাঁড়িতে আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

(ঢাকাটাইমস/২২ডিসেম্বর/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কড়া বার্তা দিতেই ভাঙা হয়েছে ৩টি রিকশা, ক্ষতিপূরণসহ পুনর্বাসনের উদ্যোগ ডিএনসিসির
জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় আ.লীগ নিষিদ্ধ জরুরি ছিল: প্রেস সচিব
ভিটামিনের ঘাটতি পূরণে খাবারে ভিন্নতা আনতে হবে
ফরিদপুরে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি আকাশ গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা