বিএসএমএমইউয়ে শিশু বিভাগের ইয়ার বুক উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২২ ডিসেম্বর ২০২২, ১৩:৫২ | প্রকাশিত : ২২ ডিসেম্বর ২০২২, ১৩:২০

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শিশু বিভাগের ইয়ার বুক-২০২১ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল নয়টার দিকে বিএসএমএমইউর সি ব্লকে শিশু বিভাগের এমআর খান শ্রেণিকক্ষে এক অনুষ্ঠানে এই ইয়ার বুক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএসএমএমইউর উপাচার্য মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘দেশের স্বাস্থ্যসেবায় বিএসএমএমইউর শিশু বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা অবদান রেখে চলেছে। এই শিশু বিভাগের সেবা ও গবেষণা দেশের বাইরেও আন্তর্জাতিক অঙ্গনে বেশ সুনাম অর্জন করেছে। এ সুনাম আরও বৃদ্ধির জন্য গবেষণাও বৃদ্ধি করতে হবে।’

মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘শিশু বিভাগের গবেষণার জন্য শেখ হাসিনার সমন্বিত গবেষণায় সর্বাধিক পুরস্কার অর্জন করেছে, যেটি বেশ গর্বের। শুধু প্রমোশনের জন্য গবেষণা নয়, বিশ্ববিদ্যালয় ও দেশের মানুষের জন্য প্রত্যেক ফ্যাকাল্টিকে প্রতিবছর অন্তত একটি গবেষণাপত্র জমা দিতে হবে। গবেষণায় আগ্রহী করার জন্য বর্তমান প্রশাসন নানামুখী উদ্যোগ নিয়েছে। আশা করি এ উদ্যোগে সকলে সহযোগিতা করবেন।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিশু অনুষদের ডিন ও শিশু বিভাগের চেয়ারম্যান সুরাইয়া বেগম।

অনুষ্ঠানে বিএসএমএমইউর উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) মো. জাহিদ হোসেন, প্রক্টর মো. হাবিবুর রহমান দুলাল বক্তব্য রাখেন।

এ সময় বিএসএমএমইউর সার্জারি অনুষদের ডিন মোহাম্মদ হোসেন, নার্সিং অনুষদের ডিন দেবব্রত বণিক, অনকোলজি বিভাগের চেয়ারম্যান মো. নাজির উদ্দিন মোল্লাসহ শিশু অনুষদ, বিভিন্ন বিভাগের শিক্ষক চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২২ডিসেম্বর/এএ/এফএ)

সংবাদটি শেয়ার করুন

স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

স্বাস্থ্য এর সর্বশেষ

দেশে নতুন করে বাড়ছে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা, ঢাকা কতটা ঝুঁকিতে?

বিশ্ব ম্যালেরিয়া দিবস: জানুন মশাবাহিত এ রোগ প্রতিরোধের উপায়

গরমে স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সচেতনতা অত্যন্ত জরুরি

ঔষধি গাছ থেকে তিন শতাধিক ওষুধ তৈরি হচ্ছে ইরানে

কণ্ঠের সব চিকিৎসা দেশেই রয়েছে, বিদেশে যাওয়ার প্রয়োজন নেই: বিএসএমএমইউ উপাচার্য 

এপ্রিল থেকেই ইনফ্লুয়েঞ্জা মৌসুম শুরু, মার্চের মধ্যে টিকা নেওয়ার সুপারিশ গবেষকদের

স্বাস্থ্য খাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী

ভাতা বাড়লো ইন্টার্ন চিকিৎসকদের

বিএসএমএমইউ বহির্বিভাগ ৪ দিন বন্ধ, খোলা থাকবে ইনডোর ও জরুরি বিভাগ

তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিতে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের কাজ করতে বললেন স্বাস্থ্যমন্ত্রী

এই বিভাগের সব খবর

শিরোনাম :