নিষিদ্ধ পলিথিন বাজারজাত, সাত মামলার পরেও থেমে নেই পুরান ঢাকার এই ব্যবসায়ী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ ডিসেম্বর ২০২২, ২২:২৮

অবৈধভাবে নিষিদ্ধ পলিথিন সারাদেশে বাজারজাত করার অভিযোগ ওঠেছে নিউ রহমানিয়া ট্রান্সপোটের মালিক আমিনুল ইসলাম (মুরাদ) বিরুদ্ধে। পলিথিন বাজারজাত করে পরিবেশ নষ্ট করায় থানায় একাধিক অভিযোগসহ সাতটি মামলা করা হয়েছে তার বিরুদ্ধে। এমনকি দুর্নীতি দমন কমিশন (দুদকে) অভিযোগ জমা পড়লেও তার পলিথিন ব্যবসা থেমে নেই।

কোনো প্রশাসন তার বাগে না গেলে নিষিদ্ধ পলিথিন বাজারজাত করায় মামলা দিলে সেই পুলিশ সদস্যর বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্মকতাদের বরাবর মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করার অভিযোগ ওঠেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীর চকবাজার মধুপুর নিউ রহমানিয়া ট্রান্সপোটের মালিক আমিনুল ইসলাম (মুরাদ)। তিনি এসময় পেশায় ছিলেন মধুপুর এবং নিউ রহমানিয়া ট্রান্সপোটের কর্মচারী। বিগত ১০ থেকে ১৫ বছর ধরে সরকার নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও সরবরাহ করে কেরানীগঞ্জ, ঢাকার চকবাজার, ইমামগঞ্জসহ বিভিন্ন জায়গায় নামে-বেনামে সম্পদের পাহাড় গড়ে তু–লেছেন। তার ট্রান্সপোর্টের মাধ্যমে বরিশাল, রংপুর, খুলনা, যশোর, সাতক্ষীরা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেটসহ বিভিন্ন জায়গায় ২০০২ সালে সরকার নিষিদ্ধ পলিথিন সরবরাহ করে থাকেন।

এমন কি কক্সবাজার, যশোর, সাতক্ষীরা, কুমিল্লা, সিলেট সীমান্ত থেকে মাদক এবং অস্ত্র এনে ঢাকাসহ বিভিন্ন জায়গায় বিক্রয় করে থাকেন। সারাদেশে বিভিন্ন থানার ওসি এবং গণমাধ্যম কর্মী, সোর্সদের প্রায় ৫০ থেকে ৬০ লক্ষ টাকা মাসহারা দিয়ে থাকেন বিকাশ ও নগদ-এর মাধ্যমে তার নিজের নাম্বার ও তার ছোট ভাই মামুন, ম্যানেজার আকাশ এই নাম্বার দ্বারা টাকা আদান প্রদান করেন।

২০২২ সালে দেশের বিভিন্ন থানায় প্রায় দুই কোটি টাকার নিষিদ্ধ পলিথিনের পরিবেশ আইনে মামলা হয়েছে তার বিরুদ্ধে। দেশের বিভিন্ন থানায় সাতটি মামলা রয়েছে। ঢাকার চকবাজার থানার মামলা নং ০৬/২০১৭, ৪১/৩৩০/২০২০, হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ থানার মামলা নং ০২,১১৭/২০২১, হবিগঞ্জ বাহুবল থানার মামলা নং ১৪ জিআর নং ১১৬/২০২২, শায়েস্তাগঞ্জ থানার মামলা নং ০২ জিআর নং ৯৭, ঢাকার বংশাল মামলা নং ০৪/২০০৯, টাঙ্গাইল মির্জাপুর থানার মামলা নং ০৩/২০১৬, তার ট্রান্সপোর্টের গাড়ির হেলপার ও ড্রাইভারদের বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন থানায় ২০ থেকে ২৫টির বেশি পরিবেশ আইনে মামলা রয়েছে। তার বাসভবন এবং অফিস রুমে রয়েছে টর্চারসেল। কোন থানায় তার গাড়ি ধরা পড়লে লেবার এবং সোর্স এনে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে তাদের উপরে অত্যাচার চালানো হয়। রাত ৮টার পরে ইমামগঞ্জ বিসমিল্লাহ টাওয়ারের সামনে দিয়ে নিরীহ মানুষ যাতায়াত করতে পারে না।

কারণ সরকারি রোড দখল করে রাত ১০ থেকে ২টা পর্যন্ত শতশত টন পলিথিন গাড়িতে করে বিভিন্ন জায়গায় পাঠান। তার ট্রান্সপোর্টে শুধু অবৈধ পলিথিন ছাড়া অন্য কোন মালামাল বহন করে না। প্রতিদিন প্রায় তার ট্রান্সপোর্ট থেকে দুই কোটি টাকার নিষিদ্ধ পলিথিন দেশের বিভিন্ন জায়গায় যায়। কোন থানায় গাড়ি আটক হলে পুলিশ টাকায় ম্যনেজ না হলে এমন কি মাসহারা না নিলে তাদের বিরুদ্ধে নামে-বেনামে পুলিশ হেডকোয়ার্টারে মিথ্যা অভিযোগ করা হয়। এমন কি তিনি হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার ওসি শফিকুল ইসলামের বিরুদ্ধে পুলিশ হেডকোয়ার্টারে নিষিদ্ধ পলিথিনের ৪টি গাড়ি আটকে মামলা দেওয়ায় বৈধ মাল দাবি করে লিখিত অভিযোগ করেন।

এ বিষয় হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার ওসি শফিকুল ইসলামের সাথে মুঠোফোনে বলেন, আমিনুল ইসলাম মুরাদ একজন পরিবেশ আইন বিরোধী লোক। তার হেলপার-ড্রাইভারদের বিরুদ্ধে পরিবেশ আইনে আমাদের জেলা গোয়েন্দা শাখার সহযোগিতায় হবিগঞ্জ জেলার বিভিন্ন থানায় মামলা হয়েছে এবং বাংলাদেশের বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আমাকে এবং আমার ফোর্সকে বিভিন্নভাবে ম্যানেজ করার চেষ্টায় ব্যর্থ হলে আমাদের বিরুদ্ধে পুলিশ হেডকোয়ার্টারে পুলিশের মানক্ষুণ্ন করার জন্য একটি মিথ্যা অভিযোগ করেন। আমরা বিভিন্ন পেপার পত্রিকার মাধ্যমে জানতে পারি তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ রয়েছে।

(ঢাকাটাইমস/২২ডিসেম্বর/জেএ/)

সংবাদটি শেয়ার করুন

বিশেষ প্রতিবেদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন এর সর্বশেষ

মজুত ফুরালেই বাড়তি দামে বিক্রি হবে সয়াবিন তেল

কোন দিকে মোড় নিচ্ছে ইরান-ইসরায়েল সংকট

ছাদ থেকে পড়ে ডিবি কর্মকর্তার গৃহকর্মীর মৃত্যু: প্রতিবেদনে আদালতকে যা জানাল পুলিশ

উইমেন্স ওয়ার্ল্ড: স্পর্শকাতর ভিডিও পর্নোগ্রাফিতে গেছে কি না খুঁজছে পুলিশ

জাবির হলে স্বামীকে বেঁধে স্ত্রীকে জঙ্গলে ধর্ষণ, কোথায় আটকে আছে তদন্ত?

নাথান বমের স্ত্রী কোথায়

চালের বস্তায় জাত-দাম লিখতে গড়িমসি

গুলিস্তান আন্ডারপাসে অপরিকল্পিত পাতাল মার্কেট অতি অগ্নিঝুঁকিতে 

সিদ্ধেশ্বরীতে ব্যাংক কর্মকর্তার মৃত্যু: তিন মাস পেরিয়ে গেলেও অন্ধকারে পুলিশ

রং মাখানো তুলি কাগজ ছুঁলেই হয়ে উঠছে একেকটা তিমিরবিনাশি গল্প

এই বিভাগের সব খবর

শিরোনাম :