করোনাভাইরাস

‘ভুলে যাওয়া’ দুই অভ্যাস ফেরাতে হবে, নিতে হবে টিকাও

আশিক আহমেদ, ঢাকাটাইমস
| আপডেট : ২৪ ডিসেম্বর ২০২২, ২১:৫৪ | প্রকাশিত : ২৪ ডিসেম্বর ২০২২, ২০:২৪

করোনাভাইরাসের ওপর বিধিনিষেধ শিথিল করার পর চীনে ব্যাপক হারে বেড়েছে মহামারীটির সংক্রমণ। দেশটিতে দিনে হাজার-হাজার আক্রান্ত রোগী শনাক্তের পাশাপাশি এই ভাইরাসে মৃত্যুও হচ্ছে অনেকের।

শুধু চীনই নয়, এশিয়ার আরও কয়েকটি দেশ যেমন জাপান ও দক্ষিণ কোরিয়ায়ও আশঙ্কাজনক হারে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে চলেছে।

এমন বাস্তবতায় বাংলাদেশের মানুষকে করোনাভাইরাস রুখতে প্রায় ‘ভুলে যাওয়া’ দুটি অভ্যাস পালনে জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা।

কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা ঢাকা টাইমসকে বলেন, ‘চীন জাপান কোরিয়ায় করোনা বাড়তে শুরু করেছে মারাত্মক হারে।’

এমন পরিস্থিতিতে দেশের মানুষের জন্য গুরুত্বপূর্ণ দুটি পরামর্শ দিচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়—বিএসএমএমইউর সাবেক উপাচার্য ডা. মোহাম্মদ সহিদুল্লা।

ঢাকা টাইমসকে তিনি বলেন, ‘মাস্ক পরা আর হাত ধোয়া বলতে গেলে আমরা ভুলেই গেছি। এই দুটি অভ্যাসকে নিয়মিত পালন করতে হবে। পাশাপাশি এখনো যারা টিকা নেয়নি তাদেরকে টিকা নিতে হবে।’

অনেকেই প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা নিলেও তৃতীয় ডোজ নেননি। তাদেরকে এই ডোজের টিকা নেওয়ার জন্য জোর দেন করোনার কারিগরি পরামর্শক কমিটির এই সভাপতি।

ডা. মোহাম্মদ সহিদুল্লা ঢাকা টাইমসকে বলেন, ‘টিকা আপনাকে নিতেই হবে। কারণ স্বাভাবিক জীবনযাপন করতে গেলে টিকা করোনাভাইরাস থেকে সুরক্ষা দেবে।’

প্রসঙ্গত, ২০২০ সালের শেষ দিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের এরইমধ্যে বেশ কয়েকটি ধরন ও উপধরন শনাক্ত হয়েছে। সবশেষ চীনের ভাইরাসটি বিএফ ডট সেভেন নামে ওমিক্রন ধরনের একটি শক্তিশালী উপধরন মিলেছে। ওমিক্রনের নতুন এই উপধরন নিয়ে এরইমধ্যে উদ্বেগ জানিয়েছেন বিশেষজ্ঞরা।

(ঢাকাটাইমস/২৪ডিসেম্বর/ডিএম)

সংবাদটি শেয়ার করুন

স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

স্বাস্থ্য এর সর্বশেষ

ঔষধি গাছ থেকে তিন শতাধিক ওষুধ তৈরি হচ্ছে ইরানে

কণ্ঠের সব চিকিৎসা দেশেই রয়েছে, বিদেশে যাওয়ার প্রয়োজন নেই: বিএসএমএমইউ উপাচার্য 

এপ্রিল থেকেই ইনফ্লুয়েঞ্জা মৌসুম শুরু, মার্চের মধ্যে টিকা নেওয়ার সুপারিশ গবেষকদের

স্বাস্থ্য খাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী

ভাতা বাড়লো ইন্টার্ন চিকিৎসকদের

বিএসএমএমইউ বহির্বিভাগ ৪ দিন বন্ধ, খোলা থাকবে ইনডোর ও জরুরি বিভাগ

তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিতে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের কাজ করতে বললেন স্বাস্থ্যমন্ত্রী

বিএসএমএমইউতে বিশ্বের সর্বোৎকৃষ্ট মানের চিকিৎসা নিশ্চিত করা হবে: ভিসি দীন মোহাম্মদ

ঈদের ছুটিতে স্বাস্থ্যসেবা নিশ্চিতে যেসব নির্দেশনা মানতে হবে হাসপাতালগুলোকে

কেন বিপজ্জনক হয়ে উঠেছিল অ্যানেসথেসিয়ার পুরনো ওষুধ

এই বিভাগের সব খবর

শিরোনাম :