পূর্বাচলে বাণিজ্য মেলা শুরু ১ জানুয়ারি

প্রকাশ | ২৫ ডিসেম্বর ২০২২, ২২:২৮

অর্থনীতি ডেস্ক, ঢাকা টাইমস

রাজধানীর পূর্বাচলে আগামী ১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে মাসব্যাপী ২৭তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)।   

রবিবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সচিব ইফতেখার আহমেদ চৌধুরী এ তথ্য জানান।

এদিকে গতবছর মেলায় সাধারণ দর্শনার্থীদের যাতায়াতের জন্য কুড়িল থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত বিআরটিসি ডেডিকেটেড সার্ভিসের ব্যবস্থা নেওয়া হয়েছিল। এবারও সেই ব্যবস্থা থাকার সম্ভাবনা আছে বলে জানা গেছে।

জানা গেছে, গতবার মেলায় বিভিন্ন ক্যাটাগরিতে মোট ২৩টি প্যাভিলিয়ন এছাড়া ২৭টি মিনি প্যাভিলিয়ন ও ১৬২টি স্টল এবং ১৫টি ফুড স্টলের জন্য দেশি-বিদেশি প্রতিষ্ঠানকে বরাদ্দ দেওয়া হয়েছিল।

ইফতেখার আহমেদ সংবাদ মাধ্যমকে বলেন, আসন্ন নতুন বছরের ১ জানুয়ারি থেকে আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হচ্ছে। এবারও বাংলাদেশ ও অন্যান্য দেশের একাধিক প্রতিষ্ঠান মেলায় অংশ নেবে। সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, কোরিয়া ও ভারত থেকে অনেক প্রতিষ্ঠান মেলায় অংশ নিচ্ছে। 

তিনি বলেন, আরও অনেক দেশ মেলায় অংশ নেওয়ার জন্য যোগাযোগ করছে। এবার মেলায় অংশ নেওয়া দেশি-বিদেশি প্রতিষ্ঠানের সংখ্যা গতবারের চেয়ে বেশি হবে।

(ঢাকাটাইমস/২৫ডিসেম্বর/এসএম)