দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক

প্রকাশ | ২৭ ডিসেম্বর ২০২২, ১০:৩৯

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে সোমবার দিবাগর রাত সাড়ে ৩টা থেকে মঙ্গলবার সকাল পৌনে ৭টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল।

নদীপথে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে সব ধরনের নৌ-দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। কুয়াশা কেটে গেলে সোয়া ৩ ঘণ্টা পর পুনরায় ফেরি চলাচল শুরু হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয় জানায়, মধ্যরাত থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথের নদী অববাহিকায় ভারী কুয়াশা পড়তে থাকে। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে নদীর মার্কিং আলো অস্পষ্ট হয়ে যায়। এছাড়াও ফেরির ফগলাইট দিয়ে দূরের কিছু না দেখা যাওয়াতে কর্তৃপক্ষ দুর্ঘটনার ঝুঁকি এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহউদ্দিন বলেন, ঘন কুয়াশার কারণে রাত সাড়ে ৩টা থেকে আজ সাকল পৌনে ৭টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল। কুয়াশা কেটে গেলে সোয়া ৩ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয়।

(ঢাকাটাইমস/২৭ডিসেম্বর/এসএ)