গোপালগঞ্জে দুস্থদের মাঝে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের শীতবস্ত্র বিতরণ

প্রকাশ | ২৭ ডিসেম্বর ২০২২, ২১:৪৪

ঢাকাটাইমস ডেস্ক

গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায়  অবহেলিত বয়স্ক মানুষের মাঝে ৯ হাজার শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার প্রধানমন্ত্রীর পক্ষে এসব শীত বস্ত্র বিতরণ করেন মিনিস্টার-মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান, এফবিসিসিআই-এর ভাইস প্রেসিডেন্ট ও আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপকমিটির সদস্য এম এ রাজ্জাক খান রাজ।

এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ (পিএস টু) গাজী হাফিজুর রহমান লিকু। টুঙ্গিপাড়ায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইলিয়াস সরদার, পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান বি,এম তৌফিক ইসলাম, আরমান হাফিজ, কামরুল ইসলাম বাদল ।

এছাড়া কোটালীপাড়া দলীয় কার্যালয়ে উপস্থিত ছিলেন কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আয়নাল হোসেন শেখ, পৌরসভার মেয়র হাজী মো. কামাল হোসেন শেখ, কামরুল ইসলাম বাদল, রুহুল আমিন খান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কবিরুল ইসলাম মনি, শ্রম বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম শেখ, কোটালীপাড়ার সাবেক চেয়ারম্যান কৃষ্ণ প্রসাদ মজুমদার, উপজেলা আওয়ামী লীগের  দপ্তর সম্পাদক বুল্বুল আহম্মদ তাজসহ  অন্যান্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

(ঢাকাটাইমস/২৭ডিসেম্বর/এআর)