ডাকাতির মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক ডাকাত সরদার গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ ডিসেম্বর ২০২২, ২২:৩৫

চাঁদপুরে ঘটে যাওয়া বহুল আলোচিত ডাকাতির মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সরদার আবুল বাসারকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩। তিনি একটি ডাকাত সরদারের দায়িত্ব পালন করেন। মঙ্গলবার দুপুরে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার দুপুরে র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, মঙ্গলবার দুপুর সোয়া দুইটার দিকে যাত্রাবাড়ী থানার মীর হাজরাবাগ এলাকা থেকে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আবুল বাসারকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩।

র‌্যাব-৩ এর অধিনায়ক জানান, গ্রেপ্তার ডাকাত দলের সরদার বাসার চাঁদপুরের বিভিন্ন এলাকায় রাতের আঁধারে তার সহযোগীদের নিয়ে যাত্রীবাহী গাড়ি এবং ট্রাক গতিরোধ করে। আর সাধারণ মানুষকে অস্ত্রের মুখে জিম্মি করে ভয়ভীতি দেখিয়ে ডাকাতি করত। তাদের কাজে কেউ বাঁধা দিলে তাকে মারধর এবং শারীরিক নির্যাতন করত।

লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, তার নামে ২০১৪ এবং ২০২২ সালে দুটি ডাকাতি মামলা রয়েছে। এর মধ্যে ২০১৪ সালের ডাকাতি মামলায় চাঁদপুরের দক্ষিণ মতলব থানার একটি মামলায় আদালত তাকে ১০ বছর ০৬ মাসের সশ্রম কারাদন্ডসহ পাঁচ হাজার টাকা জরিমানা করে। অনাদায়ে আরো তিনমাসের বিনাশ্রম কারাদন্ড দেন। ওই রায়ের পর গ্রেপ্তার ডাকাত সরদার দীর্ঘ দিন ধরে পলাতক থাকায় পরবর্তীতে তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করা হয়। তারপরেও তিনি রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় নিজেকে আত্নোগোপনে রেখে পলাতক জীবন যাপন করে আসছে।

গ্রেপ্তার আবুল বাসার পটুয়াখালী জেলার বাউফল থানার সূর্যমনি গ্রামের আব্দুল বারেক মীরের ছেলে।

ঢাকাটাইমস/২৭ ডিসেম্বর/এএ

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

আন্তর্জাতিক শিশু পর্নোগ্রাফি চক্রের মূলহোতা গ্রেপ্তার, বিপুল কনটেন্ট জব্দ

এফডিসিতে সাংবাদিকদের উপর হামলা: ১১ সদস্যের তদন্ত কমিটি

স্ত্রীসহ নিজেকে নির্দোষ দাবি করে ডিবিতে যা বলেছেন কারিগরি বোর্ডের চেয়ারম্যান

শেরপুরের ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

খেলনার প্যাকেটে আমেরিকা থেকে এসেছে কোটি টাকার গাঁজার চকলেট-কেক

সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানে দুদক

উপবৃত্তির টাকা দেওয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার ৮

সনদ জালিয়াতি: কারিগরি বোর্ডের ওএসডি চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে ডিবি

বুথ ভেঙে নিরাপত্তাকর্মীকে হত্যা, বেরিয়ে এল রহস্য

জাল সার্টিফিকেট: প্রয়োজনে কারিগরি বোর্ডের চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ করবে ডিবি

এই বিভাগের সব খবর

শিরোনাম :