১৩৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ব্যবসায়ী আনিসের নামে মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৮ ডিসেম্বর ২০২২, ১৭:৪২ | প্রকাশিত : ২৮ ডিসেম্বর ২০২২, ১৬:৪৯

১৩৬ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আনিস আহমেদ নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বন্ধু হিসেবে পরিচিত ব্যবসায়ী আনিস এমজিএইচ গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)।

বুধবার দুদকের উপপরিচালক নজরুল ইসলাম বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেন বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন কমিশন সচিব মাহবুব হোসেন।

তিনি বলেন, আনিস আহমেদের বিরুদ্ধে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনসহ মানিলন্ডারিং সংক্রান্ত অভিযোগটি প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তার নামে অর্জিত স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব দেওয়ার জন্য কমিশন দুদক আদেশ জারি করে।

আনিস আহমেদের দেওয়া সম্পদ বিবরণী পর্যালোচনায় দেখা যায়, তিনি ২০০৮-২০০৯ থেকে ২০২১-২০২২ করবর্ষে আয়ের বিভিন্ন উৎসের মধ্যে ২০২০-২১ করবর্ষে ১৩৬ কোটি দুই লাখ ৭৭ হাজার ৪০০টাকা আয়ের তথ্য দেন।

একজন নিয়মিত আয়কর দাতা হলেও আনিস আহমেদ উল্লিখিত মোট আয়ের মধ্যে ২০২০-২০২১ করবর্ষের আয়কর নথিতে ১৩৬ কোটি দুই লাখ ৭৭ হাজার ৪০০ টাকা বিনিয়োগ হিসাবে দেখিয়েছেন। কিন্তু তিনি বিনিয়োগ হিসাবে প্রদর্শিত ওই অর্থের স্বপক্ষে সন্তোষজনক কোনো তথ্য-প্রমাণ দেখাতে পারেননি।

কমিশন সচিব বলেন, অনুসন্ধানকালে তার উল্লিখিত আয়ের উৎসের স্বপক্ষে সন্তোষজনক কোন তথ্য-প্রমাণও পাওয়া যায়নি। অর্থাৎ আনিস আহমেদ অসৎ উদ্দেশ্যে অসাধু উপায়ে অর্জিত ১৩৬ কোটি দুই লাখ ৭৭ হাজার ৪০০ টাকার অবৈধ সম্পদকে বৈধ করার অপচেষ্টা করেছেন।

আসামি আনিস আহমেদ কর্তৃক হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তরের মাধ্যমে অর্জিত টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও নিজ ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭(১) ধারায় এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৮ডিসেম্বর/এএ/ডিএম)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

সোনালী লাইফের বহিষ্কৃত সিইও মীর রাশেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কোস্ট গার্ডের অভিযানে ৪৫ হাজার পিস ইয়াবা উদ্ধার

চাকরির পরীক্ষার আগেই মিলত উত্তর, চুক্তি ১২-১৪ লাখ টাকায়: ডিবি

আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য গ্রেপ্তার

আন্তর্জাতিক শিশু পর্নোগ্রাফি চক্রের মূলহোতা গ্রেপ্তার, বিপুল কনটেন্ট জব্দ

এফডিসিতে সাংবাদিকদের উপর হামলা: ১১ সদস্যের তদন্ত কমিটি

স্ত্রীসহ নিজেকে নির্দোষ দাবি করে ডিবিতে যা বলেছেন কারিগরি বোর্ডের চেয়ারম্যান

শেরপুরের ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

খেলনার প্যাকেটে আমেরিকা থেকে এসেছে কোটি টাকার গাঁজার চকলেট-কেক

সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানে দুদক

এই বিভাগের সব খবর

শিরোনাম :