নারায়ণগঞ্জে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

প্রকাশ | ২৮ ডিসেম্বর ২০২২, ১৭:৪৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

নারায়ণগঞ্জের কাশিপুরে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিতরণ করেছ বাংলাদেশ কোস্ট গার্ড। বুধবার সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান গণমাধ্যকর্মীদের এ তথ্য জানান।

লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান  বলেন, বুধবার সকালে বাংলাদেশ কোস্ট গার্ডের ঢাকা জোন নারায়ণগঞ্জ ফতুল্লা থানার কাশিপুরের হাটখোলা উচ্চ বিদ্যালয় মাঠ প্রঙ্গণে পাঁচ শতাধিক অসহায়, গরিব, দুঃস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী দেওয়া হয়।

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা বলেন, ওই বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী দেওয়ার কার্যক্রমে কোস্ট গার্ড সদর দপ্তরের সিনিয়র মেডিকেল অফিসার সার্জন লেফটেন্যান্ট জেসমিন আক্তার এবং মেডিকেল অফিসার লেফটেন্যান্ট শাইখ রিজভী খাঁন ও স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৮ডিসেম্বর/এএ/এলএ)