শতাধিক প্রতিবন্ধীর মাঝে প্রতিমন্ত্রী পলকের হুইলচেয়ার বিতরণ

সিংড়া (নাটোর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ ডিসেম্বর ২০২২, ১৮:২১

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বঙ্গবন্ধুর বৈষম্যমুক্ত সোনার বাংলা গড়ে তোলার লক্ষে কাজ করছে সরকার। প্রতিবন্ধী সুরক্ষা আইন প্রণয়নের মাধ্যমে প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী। প্রতিবন্ধীদের শিক্ষাবৃত্তি ও মায়ের মমতা দিয়ে সমাজে মর্যাদা করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পলক আরো বলেন, শুধু অনুভূতি থাকলে হবে না, সহানুভূতি থাকতে হবে। প্রধানমন্ত্রী প্রতিবন্ধীদের জন্য শিক্ষা বৃত্তি প্রদান করেছেন।

বৃহস্পতিবার ব্যক্তিগত উদ্যোগে নাটোরের সিংড়ায় নিজ বাসভবনে উপজেলার শতাধিক শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও শীতবস্ত্র বিতরণকালে প্রতিমন্ত্রী পলক এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন- সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা আ.লীগের সভাপতি ওহিদুর রহমান শেখ, সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শামীমা হক রোজি, সাধারণ সম্পাদক পারভীন আক্তার, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক আনিছুর রহমান লিখন প্রমুখ।

(ঢাকাটাইমস/২৯ডিসেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :