জামিনে বের হয়ে ফের মাদক ব্যবসা, গ্রেপ্তার ৪

প্রকাশ | ০১ জানুয়ারি ২০২৩, ১২:৩০ | আপডেট: ০১ জানুয়ারি ২০২৩, ১২:৩৩

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

মানিকগঞ্জ সদর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে হেরোইনসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন রবিবার বেলা ১১টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার বড় সুরুন্ডি গ্রামের মৃত তেজেন্দ্র চন্দ্র দাসের ছেলে চিত্ত চন্দ্র দাস (৩৯), পশ্চিম দাশড়ার মৃত হরেন্দ্র চন্দ্র রাজবংশীর ছেলে রবি চন্দ্র রাজবংশী (৪০), মন্তাজ উদ্দিনের ছেলে মো. কহিনুর ইসলাম (৩৯) ও বেতিলা গ্রামের কাজী সুন্নতের ছেলে মো. কাজী শরিফ (২৮)।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক কারবারির সঙ্গে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ৮টার দিকে এসআই হাকিম মোল্লা ও এসআই আসাদ মিয়া উপজেলার বড় সুরুন্ডি গ্রামে পৃথক অভিযান চালিয়ে ৪৫ গ্রাম হেরোইনসহ চারজনকে গ্রেপ্তার করে।

উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজার মূল্য চার লাখ ৫০ হাজার টাকা।

ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, ‘গ্রেপ্তার মাদক কারবারিরা একাধিক মাদক মামলার আসামি। তারা এর আগেও মাদকসহ ধরা পড়েছেন। আদালত থেকে জামিনে বের হয়ে আবারো একই কাজ করছেন। শনিবার অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় মাদক আইনে পৃথক দুইটি মামলা করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।’

(ঢাকাটাইমস/০১জানুয়ারি/এসএ)