যেসব লক্ষণ দেখে বুঝবেন আপনি লিভার ক্যানসারে আক্রান্ত

ঢাকাটাইমস ডেস্ক
| আপডেট : ০১ জানুয়ারি ২০২৩, ১২:৪৭ | প্রকাশিত : ০১ জানুয়ারি ২০২৩, ১২:৪০

গোটা বিশ্বে দিন দিন বেড়ে চলেছে ক্যানসারের প্রকোপ। এর মধ্যে বেশ কয়েকটি ক্যানসার গত কয়েক বছরে মারাত্মক আকার ধারণ করেছে। লিভার ক্যানসার তার মধ্যে অন্যতম। এর উপসর্গ সহজে বোঝা যায় না বলে এটি আরও গুরুতর আকার ধারণ করে।

সম্প্রতি দেখা গেছে, বিশ্বের মোট ৪৬টি দেশে ক্যানসারে মৃত্যুর ক্ষেত্রে লিভার ক্যানসারে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে। এই রোগের উপসর্গগুলো সঠিক সময়ে লক্ষ্য করলে রোগের ভয়াবহতা অনেকটাই এড়ানো যায়।

চিকিৎসকদের কথায়, প্রাথমিক অবস্থায় উপসর্গ তেমন গুরুতর হয় না বলে অনেকেই সেগুলো এড়িয়ে চলেন। এতেই বাড়ে বিপদ।

কোন কোন উপসর্গ দেখা দিতে পারে লিভার ক্যানসারে?

১. মাঝে মাঝেই পেটে ব্যথা: কোনো কারণ ছাড়াই মাঝে মাঝে পেটের উপরে ডানদিক বরাবর অসহ্য ব্যথা হয়। বিশেষজ্ঞদের কথায়, এটি লিভার ক্যানসারের অন্যতম লক্ষণ। এমন লক্ষণ দেখা দিলে মোটেই সাধারণ সমস্যা ভেবে এড়িয়ে চলা উচিত নয়। ব্যথাটি ডানদিকের ফুসফুসের ঠিক নিচে হয়।

২. খিদে কমে যাওয়া: ক্যানসার কোশের সংখ্যা বাড়তে থাকলে খিদে কমে যাওয়ার মতো লক্ষণ দেখা দিতে পারে। এর পাশাপাশি হঠাৎই ওজন কমে যাওয়ার উপসর্গ দেখা দিতে থাকে। কোনো কারণ ছাড়াই ওজন কমে যাওয়া বেশিরভাগ ক্যানসারের অন্যতম লক্ষণ।

৩. ক্রনিক লিভার রোগের উপসর্গ: ক্রনিক লিভার রোগের উপসর্গগুলো লিভার ক্যানসার হলেও দেখা দিতে পারে। দেখা গেছে, এই অবস্থায় চোখের মণি হলুদ হয়ে যায়। এছাড়া মূত্রের রঙও হলদে হতে থাকে। জন্ডিসের কিছু কিছু লক্ষণও এই পরিস্থিতিতে শরীরে ফুটে উঠতে থাকে। বিশেষজ্ঞদের কথায়, এই ক্যানসারে পেটে পানি জমে যাওয়ার উপসর্গ তৈরি হতে পারে।

কীভাবে বোঝা সম্ভব লিভার ক্যানসার?

লিভার ক্যানসার হয়েছে কি না তা বুঝতে কিছু পরীক্ষা নিয়মিত করানো জরুরি। চিকিৎসকদের কথায়, ক্রনিক লিভার রোগ বা লিভারের অন্য কোনো সমস্যা থাকলে লিভার ক্যানসারের আশঙ্কা অনেকটা বেড়ে যায়।

তাই লিভারের পরীক্ষা করানোর সময় সম্ভাব্য টিউমারের পরীক্ষাও করিয়ে নেওয়া ভালো। ছয় মাস অন্তর সম্পূর্ণ পেটের আল্ট্রাসোনোগ্রাফি করলেই আলফাপ্রোটিনযুক্ত কোনো টিউমার আছে কি না তা ধরা পড়ে।

হেপাটাইটিস বা লিভার সিরোসিস হলে তাদের প্রাথমিক লিভার ক্যানসার হওয়ার আশঙ্কা যথেষ্ট বেশি। ফলে হেপাটাইটিস বা সিরোসিস হয়েছে এমন রোগীদেরও নিয়মিত পরীক্ষা করানো জরুরি।

(ঢাকাটাইমস/০১জানুয়ারি/এজে)

সংবাদটি শেয়ার করুন

স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

স্বাস্থ্য এর সর্বশেষ

করোনায় ধূমপায়ীদের মৃত্যু হার ৩ গুণ বেশি: গবেষণা

বিদায়ী উপাচার্যের অনিয়ম-দুর্নীতির প্রশ্নে যা বললেন ডা. দীন মোহাম্মদ

বিএসএমএমইউতে নতুন উপাচার্যকে বরণ করতে ব্যাপক প্রস্তুতি  

অ্যানেস্থেসিয়ায় হ্যালোথেন ব্যবহার বন্ধ করতে বললো স্বাস্থ্য সেবা বিভাগ, কেন এ নির্দেশ?

হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমায় বাদাম!

স্বাধীনতা দিবস উপলক্ষে ইনসাফ বারাকাহ হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প

বিশ্ব যক্ষ্মা দিবসে জানুন সংক্রামক এ রোগের লক্ষণ ও চিকিৎসা সম্পর্কে বিস্তারিত

মৃগী রোগ সম্পর্কে কতটা জানেন? এর লক্ষণ আর চিকিৎসাই বা কী?

এক যুগ আগেই জানা যাবে আপনি মূত্রাশয়ের ক্যানসারে আক্রান্ত কি না

কীভাবে চিনবেন প্রাণঘাতী অগ্ন্যাশয়ের ক্যানসার? বাঁচতে হলে জানুন

এই বিভাগের সব খবর

শিরোনাম :