ঘন কুয়াশায় ৫ ঘণ্টা বন্ধের পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

প্রকাশ | ০২ জানুয়ারি ২০২৩, ১১:৪১ | আপডেট: ০২ জানুয়ারি ২০২৩, ১২:৩৪

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

ঘন কুয়াশায় ৫ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর রবিবার সকাল ১০টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

এর আগে কুয়াশার কারণে শতাধিক যানবাহনসহ মাঝ নদীতে ৪টি ফেরি নোঙর করে রাখা হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক আব্দুস সালাম সকাল সাড়ে ১০টার দিকে ফেরি চলাচলের বিষয়টি নিশ্চিত করেছেন।

আব্দুস সালাম জানান, ‘ফেরির মার্কিং পয়েন্ট ও বিকন বাতির আলো অস্পষ্টতার কারণে দুর্ঘটনা এড়াতে ভোর ৫টা থেকে এ নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ। কুয়াশার কারণে মাঝ নদীতে ৪টি ফেরি নোঙর করে রাখা হয়। কুয়াশার তীব্রতা কমে যাওয়ায় সকাল ১০টা থেকে ফেরি চলাচল শুরু হয়েছে। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৬টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।’

(ঢাকাটাইমস/২জানুয়ারি/এআর)