৯৯৯-এ কল পেয়ে ক্লিনিকের তালা ভেঙে নারীকে উদ্ধার

ফেনী প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০২ জানুয়ারি ২০২৩, ১৫:৫৭ | প্রকাশিত : ০২ জানুয়ারি ২০২৩, ১৫:০৪

ফেনী শহরের সুমন আরা ডেন্টাল ক্লিনিকে চার ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এক নারীকে তালা ভেঙে উদ্ধার করছে পুলিশ। ৯৯৯-এ অবরুদ্ধ ওই নারীর কল পেয়ে তাকে বের করা হয়। রবিবার রাত সাড়ে ১০টার দিকে শহরের বড় মসজিদসংলগ্ন ক্লিনিকে এ ঘটনা ঘটে।

ওই নারীর অভিযোগ, তাকে মোটা অঙ্কের বেতনে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে রবিবার সকালে প্রতিষ্ঠানটিতে ডেকে নেয় কর্তৃপক্ষ। একপর্যায় সারা দিন অফিসের বিভিন্ন কাজ করিয়ে রাত ৮টার দিকে অফিস বন্ধ করার সময় বাইরে তালা দিয়ে ওই নারীকে আটকে রেখে চলে যান প্রতিষ্ঠানের মালিক সুমন।

এ বিষয়ে ফেনী মডেল থানার পরিদর্শক মাহফুজুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে ওই নারীকে ভেতরে থাকা অবস্থায় বাইরে তালাবব্ধ দেখি। এ সময় একই প্রতিষ্ঠানের এক কর্মচারীর কাছ থেকে চাবি নিয়ে তালা খুলে নারীকে উদ্ধার করি। তবে এ বিষয়ে ওই নারী এখনো থানায় কোনো অভিযোগ দেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে এর আগেও একই প্রতিষ্ঠানের বিরুদ্ধে নারীঘটিত অসংখ্য অভিযোগ রয়েছে বলে জানান একাধিক নারী। তারা বলছেন অনেক অভিযোগ থাকা সত্ত্বেও বিভিন্নভাবে প্রতিটি ঘটনা ধামাচাপা দেন প্রতিষ্ঠানের মালিক।

(ঢাকাটাইমস/২জানুয়ারি/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :