ঘোড়ার গাড়িতে বিদায় জানিয়ে কনস্টেবলকে সংবর্ধনা

প্রকাশ | ০২ জানুয়ারি ২০২৩, ১৭:১২

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি, ঢাকাটাইমস

৪০ বছর কর্মজীবন শেষ করে ঘোড়ার গাড়িতে বাসায় ফিরলেন ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ কনস্টেবল মকবুল হাওলাদার। সোমবার দুপুরে তাকে তাকে এ বিদায় সংবর্ধনা জানানো হয়।

কেরানীগঞ্জ মডেল থানার চত্বরে এই সংবর্ধনা অনুষ্ঠানে থানার ওসি মামুনুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেরানীগঞ্জ সার্কেল-এর অতিরিক্ত পুলিশ সুপার শাহাব উদ্দিন কবির। 

এ সময় আরো ছিলেন- মডেল থানার পরিদর্শক (তদন্ত) খালেদুর রহমান ,পরিদর্শক (অপারেশন)আশিকুর রহমান, পরিদর্শক (ইনটেলিজেন্ট) খোরশেদ আলম।

মকবুল হাওলাদার নারায়ণগঞ্জের জেলার সিদ্ধিরগঞ্জ থানার আটি গ্রামে ১৯৬৪ সালে জন্মগ্রহণ করেন। ১৯৮৩ সালে তিনি কনস্টেবল পুলিশে যোগদানের পর চট্টগ্রাম মেট্রোপলিটনে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ ৪০ বছর বিভিন্ন থানায় সুনামের সাথে কাজ করে কেরানীগঞ্জ মডেল থানায় তার কর্মজীবন শেষ করেন।

(ঢাকাটাইমস/০২জানুয়ারি/এলএ)