জঙ্গি দমনে র‌্যাব রোল মডেল: ডিজি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ জানুয়ারি ২০২৩, ২৩:০৮

দেশে জঙ্গি দমনে র‌্যাব রোল মডেল উল্লেখ করে বাহিনীর প্রধান এম খুরশীদ হোসেন বলেছেন, ‘বর্তমানে ধর্মের অপব্যাখার মাধ্যমে মানুষ কথিত হিজরতে ঘর ছাড়ছে। একইভাবে মাদকেও যুব সমাজ জড়িয়ে পড়ছে।’

র‌্যাবের অব্যাহত অভিযানের ফলে দেশে জঙ্গিবাদ পুরোপুরি নির্মূল না হলেও নিয়ন্ত্রণে রয়েছে। যে কারণে জঙ্গিবাদ দমনে র‌্যাব রোল মডেল। তিনি বলেন, ‘আমরা অনেক জঙ্গি সংগঠনের শীর্ষস্থানীয়দের বিরুদ্ধে সফল অভিযান করেছি এবং তাদের সাংগঠনিক ভিত্তি গুড়িয়ে দিতে সক্ষম হয়েছি।’

সোমবার র‌্যাব সদরদপ্তরে হিজরতে বের হওয়া নয়জনকে পরিবারের কাছে হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এম খুরশীদ হোসেন এসব কথা বলেন।

র‌্যাবের ডিজি এম খুরশীদ হোসেন বলেন, 'যারা বিভিন্ন সময় ধর্মের অপব্যাখা করছেন তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। সমাজ যদি কুলষিত হয়ে যায়, ভবিষ্যত প্রজন্ম যদি এভাবে জঙ্গি কার্যক্রমে নেমে যায়, অর্থাৎ ধর্মের অপব্যাখা যদি তাদের মগজে ঢুকিয়ে দেয়া হয়, মাদকাসক্ত যদি হয়ে যায় তাহলে ভবিষ্যত প্রজন্ম কোন পর্যায়ে যাচ্ছে।'

র‌্যাব প্রধান বলেন, 'ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং ধর্মের অপব্যাখায় পড়ে কী পরিমাণ মানুষ ঘরছাড়া হচ্ছে তা আপনারা আমার থেকে ভালোই জানেন। শুধু জঙ্গিবাদে না, মাদকের ক্ষেত্রেও একই অবস্থা। আমরা যদি মনে করি আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে এই বিপদগামীদের ফিরিয়ে আনতে পারব বলে মনে করি না।'

জঙ্গিবাদ সমস্যাকে প্রতিকারের পাশাপাশি প্রতিরোধমূলক কর্মকান্ড পরিচালনা করে জঙ্গিবাদের মোকাবেলায় র‌্যাব কাজ করছে জানিয়ে এলিট ফোর্সটির প্রধান বলেন, আমরা আগেও বলেছি জঙ্গিবাদ ধর্মের অপব্যাখ্যাার মাধ্যমে প্রসার লাভ করছে। এই সমস্যা মোকাবেলায় প্রয়োজন জনগণের সচেতনমূলক অংশগ্রহণ। জঙ্গিবাদের ক্ষতি সম্পর্কে ব্যাপকভাবে সাধারণকে সচেতন করতে হবে।'

(ঢাকাটাইমস/০২জানুয়ারি/এসএস/কেএম)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

পল্লবীতে পাভেল হত্যা: নেপথ্যে মাদক ব্যবসা, গ্রেপ্তার ৮

মাদক-ইয়াবা কারবারে বদির দুই ভাইয়ের সংশ্লিষ্টতা পেয়েছে সিআইডি

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের হটলাইন থেকে গ্রাহককে ফোন, অ্যাকাউন্টের টাকা হাওয়া

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৮, মামলা ৬

ট্রেনের টিকিট কালোবাজারি গ্রেপ্তার 

এটিএম বুথের প্রহরী হত্যা: টাকা লুটের উদ্দেশ্যে নাকি ব্যক্তিগত কারণ? কী বলছে পুলিশ?

রাজধানীতে এটিএম বুথের নিরাপত্তাকর্মীকে কুপিয়ে হত্যা

কেএনএফকে সহযোগিতা, বান্দরবান থেকে একজন গ্রেপ্তার

ছেলেকে বাঁচাতে গিয়ে কিশোর গ্যাংয়ের হামলার শিকার সেই চিকিৎসকের মৃত্যু

রাষ্ট্রপতির আত্মীয় পরিচয়ে প্রতারণা, নিঃস্ব বহু ট্রাভেল ব্যবসায়ী

এই বিভাগের সব খবর

শিরোনাম :