গাইবান্ধা-৫ উপনির্বাচন: শতভাগ জয়ের আশা নৌকার রিপনের, শঙ্কার কথা জানালেন লাঙলের রঞ্জু

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৪ জানুয়ারি ২০২৩, ১২:০৬ | প্রকাশিত : ০৪ জানুয়ারি ২০২৩, ১১:৫২

গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে শতভাগ জয়ের আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহমুদ হাসান রিপন। অন্যদিকে শঙ্কার কথা জানিয়েছেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এ এইচ এম গোলাম শহীদ রঞ্জু।

বুধবার সকালে সাঘাটার ফ‌লিয়া‌দিঘর দা‌খিল মাদ্রাসায় ভোট দিয়ে রিপন জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। অন্যদিকে সাঘাটার বোনানপাড়া কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে এসে রঞ্জু শঙ্কার কথা বলেন।

এর আগে তীব্র ঠান্ডা আর কনকনে শীতের মধ্যে গাইবান্ধা-৫ আসনের বুধবার সকাল সাড়ে ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। ১৪৫টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন—ইভিএমে ভোটগ্রহণ চলছে। একটানা বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে।

সকালে নিজের ভোট দিয়ে জয়ের ব‌্যাপা‌রে শতভাগ আশাবাদ ব্যক্ত করে নৌকার প্রার্থী মাহমুদ হাসান রিপন বলেন, ‘মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দি‌চ্ছেন। এখন পর্যন্ত সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে। সাঘাটা ফুলছ‌ড়ির মানুষ উন্নয়নের পক্ষে ভোট দেবেন। শেখ হা‌সিনার পক্ষে ভোট দেবেন। নৌকাকে জয়ী করবেন।’

অন্যদিকে ভোট দিতে এসে ষড়যন্ত্রের অভিযোগ তোলেন জাতীয় পার্টির প্রার্থী এ এইচ এম গোলাম শহীদ রঞ্জু। তিনি সাংবাদিকদের বলেন, ক্ষমতাসীন দলীয় প্রার্থীর লোকজন গতকাল (মঙ্গলবার) দিবাগত রাতে প্রিসাইডিং কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এটি আমার কাছে ষড়যন্ত্র মনে হচ্ছে।’

রঞ্জু বলেন, ‘এ ধরনের শঙ্কার কারণে এখন পর্যন্ত মানুষের মধ্যে ভোটের প্রতি আস্থা নেই। আমরা খুব চেষ্টা করছি ভোটারকে উপস্থিত করার জন্য। আমরা এখনো শঙ্কামুক্ত নই।’

গাইবান্ধা-৫ আসনটি ফুলছড়ি ও সাঘাটা উপজেলা নিয়ে গঠিত। এ দুই উপজেলার ১৭টি ইউনিয়নে মোট ভোটার ৩ লাখ ৩৯ হাজার ৭৪৩ জন।

প্রসঙ্গত, ব্যাপক অনিয়মের কারণে গত ১২ অক্টোবর গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণের মাঝপথে নির্বাচন স্থগিত করেছিল নির্বাচন কমিশন। অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তদন্ত কমিটিও করে আউয়াল কমিশন।

পরে অভিযোগের প্রমাণ পাওয়ায় রিটার্নিং কর্মকর্তা, অতিরিক্ত জেলা প্রশাসক, নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশের পাঁচ উপপরিদর্শক (এসআই) ও ভোটগ্রহণ কর্মকর্তাসহ ১৩৪ জনের বিরুদ্ধে শাস্তির সিদ্ধান্তের কথা জানায় ইসি।

(ঢাকাটাইমস/০৪জানুয়ারি/ডিএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :