বাড়ির আঙিনার গাছে শিক্ষকের ঝুলন্ত মরদেহ

প্রকাশ | ০৪ জানুয়ারি ২০২৩, ১৭:০৬ | আপডেট: ০৪ জানুয়ারি ২০২৩, ১৭:১১

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইমস

সাতক্ষীরার শ্যামনগরে গলায় রশি দিয়ে আবুল বাসার নামে এক প্রধান শিক্ষকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতের এক কোন এক সময় এ ঘটনা ঘটে।

তিনি কৈখালী ইউনিয়নের কৈখালী গ্রামের মৃত ইনতাজ আলীর বড়পুত্র এবং কৈখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি শ্যামনগর সদরে বাসাভাড়া নিয়ে বসবাস করতেন।

বুধবার ভোরে শ্যামনগরের গোপালপুর সুন্দরবন পিকনিক কর্নার সংলগ্ন শালিকার বাড়ির আঙ্গিনায় থাকা আম গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

নিহতের ভাই আবুল খায়ের জানান, বিদ্যালয় থেকে ভাইকে বরখাস্তের জন্য শোকজের চিঠি দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন সময়ে তাকে বিদ্যালয় থেকে মানসিক নির্যাতন করা হতো। হয়তো এ কারণেই তিনি আত্মহত্যা করেছেন।

শ্যামনগর থানার পরিদর্শক (তদন্ত) হাওলাদার সানোয়ার হোসেন মাছুম বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে প্রধান শিক্ষক আবুল বাসার ঋণে জর্জরিত ছিলেন বলে শুনেছি। ঋণের চাপের কারণে হয়ত আত্মহত্যা করেছেন।

(ঢাকাটাইমস/০৪জানুয়ারি/এলএ)