উপসচিব কাজী শাহজাহানকে মন্ত্রিপরিষদ বিভাগে পদায়ন

প্রকাশ | ০৪ জানুয়ারি ২০২৩, ১৭:৪৮ | আপডেট: ০৪ জানুয়ারি ২০২৩, ১৭:৫৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের উপসচিব কাজী শাহজাহানকে মন্ত্রিপরিষদ বিভাগে পদায়ন করা হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগে সংযুক্ত উপসচিব কাজী শাহজাহানকে বদলি করে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব হিসেবে পদায়ন করা হলো। একই সঙ্গে মঙ্গলবারের প্রজ্ঞাপন (মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেনের একান্ত সচিব) বাতিল করা হলো।

কাজী শাহজাহান সবশেষ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে উপসচিব হিসেবে সংযুক্ত ছিলেন। গেল বছরের ২ জানুয়ারি তিনি জ্বালানি ও খনিজসম্পদ বিভাগে উপসচিব হিসেবে যোগ দেন। এর আগে তিনি ২০১৭ সালের ২৩ এপ্রিল সিনিয়র সহকারী সচিব থেকে উপসচিব পদে পদোন্নতি পান। সেসময় তিনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের একান্ত সচিব (পিএস) ছিলেন। কাজী শাহজাহান ২০২০ সালের ফেব্রুয়ারিতে কানাডায় একটি প্রশিক্ষণে অংশ নেন।

কর্মজীবনে কাজী শাহজাহান ভূমি মন্ত্রণালয়ের সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবসহ সরকারের একাধিক মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে কর্মজীবন শুরু করেন। একসময় সহকারী কমিশনার হিসেবে জয়পুরহাটে কর্মরত ছিলেন। মেধাবী ও কর্মঠ অফিসার হিসেবে পরিচিত কাজী শাহজাহান লেখালেখিও করেন। তিনি কবিতা ও গল্প লিখতে ভালোবাসেন।

(ঢাকাটাইমস/০৪জানুয়ারি/এসএস/ইএস)