সতর্কতায় রক্ষা পেল সারবোঝাই কার্গো জাহাজ

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৫ জানুয়ারি ২০২৩, ১৫:০৪ | প্রকাশিত : ০৫ জানুয়ারি ২০২৩, ১৪:৫৯

মানিকগঞ্জের শিবালয়ে যমুনা নদীর পাড়ে ৬৫০ মেট্রিক টন এমওপি সারবোঝাই নোঙর করে রাখা একটি কার্গো জাহাজ সতর্কতার জন্য ডুবির হাত থেকে রক্ষা পেয়েছে।

বৃহস্পতিবার উপজেলার শিবালয় ইউনিয়নের অন্বয়পুর গ্রামে নোঙর করে রাখা সার ভর্তি কার্গো জাহাজের ইঞ্জিনরুমের নিচে লিকেজ হয়ে পানি ঢুকে আংশিক কাত হয়ে যায়। পরে জাহাজের লোকজন দুইটি সেচ মেশিনের সাহায্যে ইঞ্জিনরুমের পানি নিষ্কাশন করে।

আকিজ গ্রুপের স্টোর কিপার নিলয় পোদ্দার জানান, ৬৫০ মেট্রিক টন এমওপি সারবোঝাই করে এমভি এবাদত নামের কার্গো জাহাজটি মংলা হারবাড়িয়া থেকে বাঘাবাড়ির উদ্যেশ্যে রওনা হয়। বুধবার দুপুর ২টার দিকে মানিকগঞ্জে পৌঁছালে কিছু সার আনলোড করার জন্য নোঙর করা হয় ঘাটে। সকালে জাহাজের লোকজন ইঞ্জিনরুমে পানি দেখতে পেলে কর্তৃপক্ষকে জানালে তারা সকাল ১০টা থেকে পানি নিষ্কাশনের কাজ শুরু করে। বর্তমানে জাহাজ ডুবে যাওয়া বা সারের ক্ষতি হওয়ার কোনো ঝুঁকি নেই। সারগুলোকে অন্য জাহাজে আনলোড করা হচ্ছে।

সারের ক্ষয়ক্ষতির বিষয়ে তিনি জানান, যেহেতু এখনো পুরো সার আনলোড করা হয়নি তাই ক্ষয়ক্ষতির ব্যাপারে নিশ্চিত করে বলা যাচ্ছে না।

(ঢাকাটাইমস/০৫জানুয়ারি/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :