চাঁপাইনবাবগঞ্জ-৩ উপনির্বাচনে যুবলীগের বহিষ্কৃত নেতা লিটনের মনোনয়নপত্র দাখিল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ জানুয়ারি ২০২৩, ১৬:৪৩

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে যুবলীগের বহিষ্কৃত নেতা সামিউল হক লিটন মনোনয়নপত্র দাখিল করেছেন।

বৃহস্পতিবার দুপুর ১২টার সময় জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এ.কে.এম গালিভ খাঁনের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আনারুল ইসলাম আনার, বিশিষ্ট ব্যবসায়ী হামমাদ, ব্যবসায়ী আব্দুল মালেক ও আওয়ামী লীগ নেতা মুকুলসহ অন্যরা।

এদিকে মনোনয়নপত্র জমা দেয়ার পর স্বতন্ত্র প্রার্থী সামিউল হক লিটন সাংবাদিকদের বলেন, আমি আওয়ামী লীগের নেতা ছিলাম। বলেন, আওয়ামী লীগ দল আমার কাছে মৌলিক অধিকার নয়। আমার স্বতন্ত্রভাবে ভোট করাটা মৌলিক অধিকার। জনগণের চাপে আমাকে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে উপনির্বাচন করতে হচ্ছে।

তিনি আরো বলেন, নির্বাচিত হলে জেলার উন্নয়নমূলক কাজ করবো আশা করি।

এর আগে গতকাল বুধবার এ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র দাখিল করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মো. আব্দুল ওদুদ।

বুধবার দুপুর ১২টায় জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এ.কে.এম গালিভ খানের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর বিএনপির দলীয় ৬ সংসদ সদস্য পদত্যাগ করায় তাদের আসন শূন্য ঘোষণা করা হয়। এরমধ্যে আগামী ১ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জ-২ ও ৩ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

(ঢাকাটাইমস/৫জানুয়ারি/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :