শীতে ঠান্ডা পানিতে গোসল বাড়িয়ে দেয় হার্ট অ্যাটাকের ঝুঁকি

প্রকাশ | ০৬ জানুয়ারি ২০২৩, ১২:৩৯

ঢাকাটাইমস ডেস্ক

শীতকাল মানেই অনেকের কাছে জবুথবু হয়ে থাকার সময়। পানির ধারেকাছেও ঘেষতে যেন ইচ্ছে করে না। ভয়ের চোটে অনেকেই দিনের পর দিন গোসলই করেন না এ সময়। আবার অনেকে এমনও আছেন, যারা শীতেও কনকনে ঠান্ডা পানিতে গোসল করেন।

শীতকালেও গোসলে ঢুকেই সবার আগে শাওয়ার চালিয়ে মাথা ভিজিয়ে নেন? এই অভ্যাস থাকলে কিন্তু সতর্ক হন। শীতকালে হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। হার্ট অ্যাটাক বা কার্ডিয়াক অ্যারেস্টের আশঙ্কা আরও বেড়ে যায় ঠান্ডা পানিতে গোসল করার ফলে।

চিকিৎসকদের মতে, ঠান্ডা পানিতে তাপমাত্রা হঠাৎ কমে যাওয়ার কারণে রক্তবাহী নালিকাগুলো আচমকা সংকুচিত হয়ে যায়। ফলে হার্ট অ্যাটাক বা স্ট্রোক হতে পারে। অনেক সময় ঠান্ডা পানিতে ডুবে গোসল করলেও এমনটা হতে পারে।

বয়স্কদের এবং উচ্চ রক্তচাপ রয়েছে এমন ব্যক্তিদের ক্ষেত্রে ঝুঁকি অনেকটাই বেশি। তবে চিকিৎসকরা সতর্ক করছেন যে, আপাত সুস্থ, কমবয়সী কোনো ব্যক্তির ক্ষেত্রেও এমনটা হতে পারে। কিন্তু হঠাৎ করে ঠান্ডা পানি পড়লে কেমন আচরণ করে আমাদের শরীর?

জার্নাল অব ফিজিয়োলজিতে প্রকাশিত একটি প্রবন্ধ অনুযায়ী, হঠাৎ করে ঠান্ডা পানিতে ডুব দিলে বা মাথায় অতিরিক্ত ঠান্ডা পানি পড়লে তা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। এর ফলে হঠাৎ করে হাঁপ ধরা, দম আটকে যাওয়া, নিঃশ্বাসে সমস্যার মতো ঘটনা ঘটে। যা থেকে হার্ট অ্যাটাকের সম্ভাবনাও থাকে।

(ঢাকাটাইমস/০৬জানুয়ারি/এজে)