মৃত্যুদণ্ডপ্রাপ্ত নূর হোসেনকে কেরানীগঞ্জ কারাগারে স্থানান্তরের আবেদন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ জানুয়ারি ২০২৩, ১২:৪১

নারায়ণগঞ্জের সাত খুন মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে স্থানান্তরের আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার নূর হোসেনের আইনজীবী অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শামী আখতারের আদালতে এ আবেদন করা হয়। আদালত সেই আবেদন বিবেচনায় নিয়ে নথিভুক্ত করার আদেশ দিয়েছেন।

নূর হোসেনের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট কামাল হোসেন বলেন, ‘আমরা আদালতের কাছে আবেদন করেছি নূর হোসেনকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখার জন্য। কাশিমপুর কারাগার থেকে তাকে নিয়ে আসতে অনেক সময় লেগে যায়।’

তিনি আরও বলেন, ‘নূর হোসেনের বিরুদ্ধে নারায়ণগঞ্জ ও ঢাকার আদালতে একাধিক মামলা চলমান রয়েছে। সে হিসেবে তাকে ঢাকা রাখলেই সুবিধা হয়। এছাড়াও তার পায়ে ক্ষত সৃষ্টি হয়েছে। যার কারণে যথাসময়ে নারায়ণগঞ্জ উপস্থিত হতে পারে না। আমরা আবেদন করেছি সেটা আদালত বিবেচনা করবে।’

বৃহস্পতিবার নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয়) আদালত এবং ৪ নম্বর সহকারী দায়রা জজ আদালতে দুটি মামলায় সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। কিন্তু সাক্ষীরা কেউ আসেননি। তাই শেষ পর্যন্ত কোনো আদালতেই সাক্ষগ্রহণ করা হয়নি।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর বলেন, ‘সাক্ষীরা না আসায় নূর হোসেনকে আদালতে তোলা হয়নি। এদিন তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকের দুই মামলার সাক্ষগ্রহণের দিন ধার্য ছিল। আসামিপক্ষের আইনজীবীরা নূর হোসেনকে কাশিমপুর কারাগার থেকে ঢাকায় স্থানান্তরের আবেদন করেছেন। আদালত এ বিষয়ে কোনো আদেশ দেননি।’

(ঢাকাটাইমস/০৬জানুয়ারি/এমএইচ/এফএ)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি

আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি

কক্সবাজারে কতজন রোহিঙ্গা ভোটার, তালিকা চেয়েছেন হাইকোর্ট

সাউথ এশিয়ান ল' ইয়ার্স ফোরাম ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল চ্যাপ্টারের দায়িত্ব পুনর্বণ্টন

আদেশ প্রতিপালন না হওয়ায় চট্টগ্রামের ডিসি এসপিসহ চার জনকে হাইকোর্টে তলব

১১ মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগের শুনানি ২৯ জুলাই

২৮ দিন পর খুলল সুপ্রিম কোর্ট

ব্যবসায়ী নাসিরের মামলা: পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি

বোট ক্লাব কাণ্ড: পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

সেই রাতে ৮৭ হাজার টাকার মদ খেয়েছিলেন পরীমনি, পার্সেল না দেওয়ায় তাণ্ডব

এই বিভাগের সব খবর

শিরোনাম :