চুয়াডাঙ্গায় দুই ইজিবাইকের সংঘর্ষে প্রাণ গেল শিশুর

প্রকাশ | ০৬ জানুয়ারি ২০২৩, ১৪:১৭ | আপডেট: ০৬ জানুয়ারি ২০২৩, ১৬:১৮

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস

চুয়াডাঙ্গায় দুই ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে জুই খাতুন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন নিহত শিশুর মাসহ আরও আটজন।

শুক্রবার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের কাথুলীর মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত জুই চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুন্সীগঞ্জ সনাতনপুর গ্রামের জিয়া উদ্দিনের মেয়ে।

আহতরা হলেন- সনাতনপুর গ্রামের মৃত মজিবার হোসেনের ছেলে জিয়া উদ্দিন (৪৬), তার স্ত্রী তাসলিমা খাতুন (৪০), জিয়া উদ্দিনের বোন সম্পা খাতুন (৩৫), সম্পা খাতুনের মেয়ে বর্ষা খাতুন (৮), নান্নু হোসেনের স্ত্রী আরজিনা খাতুন (৪৫), মৃত মকবুল হোসেন মালিতার ছেলে আব্দুল খালেক (৬৭), তার স্ত্রী নূরজাহান বেগম (৬০) ও ইসাহাক মালিতার ছেলে আজমল হোসেন মালিতা (৪৯)। 

বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাব্বুর রহমান।

আহত সম্পা খাতুন বলেন, সকালে তাসলিমার বড় মেয়ের শ্বশুর মারা যান। খবর পেয়ে মরদেহ দেখতে ইজিবাইকে ঝিনাইদহ উপজেলার কালিগঞ্জে যাচ্ছিলাম। পথিমধ্যে কাথুলির মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে তাদের ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয় শিশু জুইসহ পরিবারের আটজন। স্থানীয় লোকজন আমাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক শিশু জুইকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মারভিন অনিক চৌধুরী বলেন, হাসপাতালে নেয়ার আগেই মারা যায় শিশু জুই। ওই ঘটনায় বাকি  আটজনকে চিকিৎসা দেয়া হয়েছে। তাদের মধ্যে বর্ষা নামে এক শিশুর অবস্থা আশঙ্কাজনক। বর্ষা ও আরজিনা খাতুনের মাথায় আঘাত লাগায় সেখানে ক্ষতের সৃষ্টি হয়েছে। ক্ষতস্থানে অনেকগুলো সেলাই দিতে হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাব্বুর রহমান বলেন, মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

(ঢাকাটাইমস/০৬জানুয়ারি/এসএ)