আর্শদীপের ‘নো’ বলের হ্যাটট্রিক

প্রকাশ | ০৬ জানুয়ারি ২০২৩, ১৫:৫৫

অনলাইন ডেস্ক

পুনেতে শ্রীলঙ্কার বিপক্ষে দলে ফিরেই এক বিব্রতকর হ্যাটট্রিক গড়লেন ভারতীয় বাঁ-হাতি পেসার আর্শদীপ সিংহ। টানা তিন বলে তিনটি নো বল দিয়ে গড়েছেন নো বলের হ্যাটট্রিক। আর এই ম্যাচে ১৬ রানে হেরেছে স্বাগতিক ভারত।

প্রথম ওভারেই নো বলের হ্যাটট্রিকে আর্শদীপ রেকর্ড গড়েছেন। ভারতের আর কোনো বোলারেরই এমন রেকর্ড নেই। শুধু তাই নয় নিজের পরের ওভারে আরও ২টি বো বল দেন। মোট ৫টি নো বল দিয়ে এখানেও শীর্ষে আর্শদীপ। যদিও এর আগে সর্বোচ্চ ৪টি নো বলও ছিল আর্শদীপের দখলে।

উল্লেখ্য, ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২০৬ রান তুলে সফররত শ্রীলংকা। রান তাড়া করতে নেমে সূর্যকুমার যাদব ও অক্ষর প্যাটেলের লড়াইয়ের পর ১৯০ রানে থেমেছে ভারততের ইনিংস।

(ঢাকাটাইমস/০৬জানুয়ারি/এমএম)