রিকশাচালককে গুলি করে হত্যা: কাউন্সিলরসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, পাবনা
 | প্রকাশিত : ০৬ জানুয়ারি ২০২৩, ১৮:২৩

পাবনার ঈশ্বরদীতে রিকশাচালক মামুন হোসেনকে গুলি করে হত্যা মামলার প্রধান আসামিসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তাররা হলেন- ঈশ্বরদী পৌরসভার এক নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড যুবলীগের সভাপতি কামাল উদ্দিন এবং তার ভাতিজা হৃদয় হোসেন। তাদের বাড়ি ঈশ্বরদী পৌর সদরের শৈলপাড়া বারো কোয়ার্টার মহল্লায়।

শুকবার বিকালে র‌্যাব-১২ পাবনা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কোম্পানি কমান্ডার তৌহিদুল মবিন খান।

র‌্যাব-১২ পাবনার কোম্পানি কমান্ডার তৌহিদুল মবিন খান বলেন, গোপন সংবাদে র‌্যাব-১২ পাবনার একটি দল ভোরে ঈশ্বরদীর শৈলপাড়া বারো কোয়ার্টার এলাকার বসতবাড়ি থেকে মামুন হত্যা মামলার এক নম্বর আসামি কামাল উদ্দিন ও তিন নম্বর আসামি তার ভাতিজা হৃদয় হোসেনকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হবে।

বুধবার রাতে তুচ্ছ ঘটনায় কথা কাটাকাটির জেরে রিকশাচালক মামুনকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় আহত আরও দুজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত মামুনের মা লিপি আক্তার বাদী হয়ে বৃহস্পতিবার মধ্যরাতে চারজনের নাম উল্লেখ করে ও আরও ৩/৪ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন।

(ঢাকাটাইমস/০৬জানুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :