দিনমজুরির আড়ালে ডাকাতি করত ওরা

প্রকাশ | ০৬ জানুয়ারি ২০২৩, ২১:১৫

নড়াইল প্রতিনিধি, ঢাকাটাইমস

‘ওরা গণমানুষের কাছে দিনমজুর হিসেবে পরিচিত। তবে রাতে ডাকাতির কাজে যুক্ত।’ এমনই তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে লোহাগড়া থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছেন নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার দোলন মিয়া।

গ্রেপ্তাররা হলেন- ফেরদৌস শেখ, জিয়া হালদার এবং তাদের সহযোগী বাহার গাজী।

পুলিশের এই কর্মকর্তা বলেন, বৃহস্পতিবার বাগেরহাটের কচুয়া থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে লোহাগড়া থানা পুলিশ। এরা দিনমজুরের আড়ালে ডাকাতি করে বেড়ায়।

অতিরিক্ত পুলিশ সুপার আরো জানান, ২০২২ সালের ৫ আগস্ট রাতে লোহাগড়া থানার চরবকজুড়ি গ্রামের নাহিদ আলমের বাড়িতে ডাকাতি হয়। পাটকাটার সূত্র ধরে ওই বাড়িতে (নাহিদ) দিনমজুরের কাজ নেয় ডাকাত দলের সদস্যরা। ঘটনার দিন রাতের খাবারের সাথে অচেতন করার ওষুধ মিশিয়ে বাড়ির সদস্যদের অজ্ঞান করে প্রায় সাড়ে চার লাখ টাকার স্বর্ণালঙ্কার ও টাকা নিয়ে যায় ডাকাতরা। এ ঘটনায় ভুক্তভোগী নাহিদ ওই বছরের ৬ আগস্ট লোহাগড়া থানায় মামলা করেন।

দিনমজুর বা শ্রমিক নেয়ার ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে বলে জানান এই পুলিশ কর্মকতা।

(ঢাকাটাইমস/০৬জানুয়ারি/এলএ)