অনলাইনে অর্ডার করা বিরিয়ানি খেয়ে তরুণীর মৃত্যু
অনলাইনে বিরিয়ানি অর্ডার করেছিলেন ভারতের কেরালা রাজ্যের ২০ বছর বয়সী এক তরুণী। অর্ডারের সেই বিরিয়ানি খেয়ে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা।
দেশটির বার্তা সংস্থা পিটিআই এর এক প্রতিবেদনে জানা যায়, রাজ্যটির স্থানীয় এক হোটেল ‘রোমানশিয়া’ থেকে বিরিয়ানি অর্ডার করেছিলেন অঞ্জু শ্রীপার্বতী নামের ওই তরুণী। এর পর সেই খাবার খাওয়ার পরই তার মৃত্যু হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।
কেরালার পুলিশের বরাত দিয়ে পিটিআই জানায়, কেরালার কাসারগোডের নিকটে পেরুমবালায় এলাকায় বসবাস করতেন অঞ্জু শ্রীপার্বতী। গত ৩১ ডিসেম্বর তিনি কাসারগোডের রোমানশিয়া নামের একটি রেস্টুরেন্ট থেকে অনলাইনে ‘কুঝিমান্থি’ বিরিয়ানি অর্ডার করেছিলেন। পরে সেই খাবার খাওয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।
কেরালা পুলিশ জানিয়েছে, ওই তরুণীর বাবা-মা থানায় অভিযোগ দায়ের করেছেন। পরে সেটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। নিহতের ফরেনসিক প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ এই মৃত্যুর কারণ তদন্ত করার নির্দেশ দিয়েছেন। তিনি সংবাদ মাধ্যমকে বলেন, ‘ওই তরুণীর মৃত্যুর বিষয়ে একটি প্রতিবেদন দাখিল করতে খাদ্য নিরাপত্তা কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে।’
তিনি বলেন, ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অ্যাক্টের (এফএসএসএ) অধীনে যেসব হোটেলের খাবারে এ ধরনের অভিযোগ আছে, তাদের সবার লাইসেন্স বাতিল করা হবে।
(ঢাকাটাইমস/০৭জানুয়ারি/এসএম)