অনলাইনে অর্ডার করা বিরিয়ানি খেয়ে তরুণীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ০৭ জানুয়ারি ২০২৩, ১৫:১৪ | প্রকাশিত : ০৭ জানুয়ারি ২০২৩, ১৫:১০

অনলাইনে বিরিয়ানি অর্ডার করেছিলেন ভারতের কেরালা রাজ্যের ২০ বছর বয়সী এক তরুণী। অর্ডারের সেই বিরিয়ানি খেয়ে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা।

দেশটির বার্তা সংস্থা পিটিআই এর এক প্রতিবেদনে জানা যায়, রাজ্যটির স্থানীয় এক হোটেল ‘রোমানশিয়া’ থেকে বিরিয়ানি অর্ডার করেছিলেন অঞ্জু শ্রীপার্বতী নামের ওই তরুণী। এর পর সেই খাবার খাওয়ার পরই তার মৃত্যু হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

কেরালার পুলিশের বরাত দিয়ে পিটিআই জানায়, কেরালার কাসারগোডের নিকটে পেরুমবালায় এলাকায় বসবাস করতেন অঞ্জু শ্রীপার্বতী। গত ৩১ ডিসেম্বর তিনি কাসারগোডের রোমানশিয়া নামের একটি রেস্টুরেন্ট থেকে অনলাইনে ‘কুঝিমান্থি’ বিরিয়ানি অর্ডার করেছিলেন। পরে সেই খাবার খাওয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।

কেরালা পুলিশ জানিয়েছে, ওই তরুণীর বাবা-মা থানায় অভিযোগ দায়ের করেছেন। পরে সেটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। নিহতের ফরেনসিক প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ এই মৃত্যুর কারণ তদন্ত করার নির্দেশ দিয়েছেন। তিনি সংবাদ মাধ্যমকে বলেন, ‘ওই তরুণীর মৃত্যুর বিষয়ে একটি প্রতিবেদন দাখিল করতে খাদ্য নিরাপত্তা কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অ্যাক্টের (এফএসএসএ) অধীনে যেসব হোটেলের খাবারে এ ধরনের অভিযোগ আছে, তাদের সবার লাইসেন্স বাতিল করা হবে।

(ঢাকাটাইমস/০৭জানুয়ারি/এসএম)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

জাতিসংঘের ৭৯তম অধিবেশন: মূল পর্ব শুরু মঙ্গলবার, গুরুত্ব পেতে পারে গাজা-মধ্যপ্রাচ্য ইস্যু

অবশেষে সমাবেশের অনুমতি পেল পিটিআই, শর্ত ৪৩টি

এবার লেবাননের রাজধানীতে ইসরায়েলি বিমান হামলা, শিশুসহ নিহত ১২ 

যুক্তরাষ্ট্রে আদালতের ভেতর বিচারককে গুলি করে হত্যা

গাজায় ইসরায়েলের হামলায় নারী-শিশুসহ নিহত ২৮

দক্ষিণ লেবাননে ইসরায়েলের ব্যাপক বিমান হামলা

পান্নুন হত্যায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে যুক্তরাষ্ট্রের আদালতে তলব

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেবে না সৌদি আরব

ইসলামী দেশগুলোর মধ্যে জ্ঞানীয় বিজ্ঞানে শীর্ষ দুয়ে ইরান

ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে জাতিসংঘে প্রস্তাব গ্রহণ, বাংলাদেশসহ ৫৩ দেশ কো-স্পন্সর

এই বিভাগের সব খবর

শিরোনাম :