অবৈধ পথে বিদেশ না যাওয়ার আহ্বান প্রবাসীকল্যাণ মন্ত্রীর

প্রকাশ | ০৭ জানুয়ারি ২০২৩, ১৯:১৩

সিলেট ব্যুরো, ঢাকাটাইমস

অবৈধ পথে বিদেশ না যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। তিনি বলেছেন, একজন কর্মী অবৈধভাবে বিদেশে গিয়ে বিপদে পড়ে শুধু নিজেই ক্ষতিগ্রস্ত হচ্ছে না; বরং একটি পরিবারকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যায়। তাই সম্মিলিতভাবে জনসচেতনতা সৃষ্টি করে অবৈধভাবে বিদেশে পাড়ি জমানো বন্ধ করতে হবে।

তিনি বলেন, সরকার শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলেছে। দেশে এমন কোন এলাকা নেই- যেখানে শিক্ষার সামগ্রিক উন্নতিতে সরকার কাজ করেনি।

শনিবার দুপুরে সিলেটের গোয়াইনঘাটের পশ্চিম জাফলং উচ্চ বিদ্যালয়ের ৩০ বছরপূর্তি উপলক্ষে আয়োজিত রজতজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী ইমরান আরও বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে চলমান সামগ্রিক উন্নয়ন কিছুটা থমকে গেছে। তবে ভয়ের কোন কারণ নেই। অচিরেই তা স্বাভাবিক হয়ে যাবে।

কাজি সিরাজ উদ্দিনের সভাপতিত্বে ও সুলেমান উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গোয়াইনঘাটের উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমদ, মহিলা ভাইস-চেয়ারম্যান আফিয়া বেগম, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমান, গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক, থানার ওসি কেএম নজরুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পশ্চিম আলীরগাঁও ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হেলাল প্রমুখ।

(ঢাকাটাইমস/০৭জানুয়ারি/এলএ)