যশোরে ২ কেজি সোনার বার জব্দ

প্রকাশ | ০৭ জানুয়ারি ২০২৩, ১৯:২১

বেনাপোল (যশোর) প্রতিনিধি, ঢাকাটাইমস

যশোরের শার্শা উপজেলার পাঁচ ভূলোট সীমান্ত থেকে ১ কেজি ৯৮৩ গ্রাম ওজনের ১৭টি সোনার বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান, শনিবার দুপুরে শার্শা উপজেলার পাঁচ ভূলোট সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ সোনার বার পাচার হয়ে ভারতে যাচ্ছে এমন খবরে সন্দেহভাজন দুই মোটরসাইকেল আরোহীর গতিরোধ করা হয়। তারা দ্রুত দুটি কাগজের পোটলা ফেলে কৌশলে পালিয়ে যায়। ওই কাগজের পোটলা থেকে ১ কেজি ৯৮৩ গ্রাম ওজনের ১৭টি সোনার বার উদ্ধার করা হয়, যার বাজার মূল্য ১ কোটি ৫০ লাখ টাকা।

পলাতক আসামিরা হলেন- শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের রিয়াজুল হক খোকা ও বেনাপোল পোর্ট থানার পুটখালি গ্রামের শাহাআলম। এ ঘটনায় পলাতক আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে।

(ঢাকাটাইমস/০৭জানুয়ারি/এলএ)