পাগলা মসজিদের দান বাক্সে ২০ বস্তা টাকা, গণনা চলছে এখনো

প্রকাশ | ০৭ জানুয়ারি ২০২৩, ২০:৪২

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া ২০ বস্তা টাকা এখনো গণনা চলছে। 

এর আগে শনিবার সকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক এ টি এম ফরহাদ চৌধুরী গণনা শুরুর এ তথ্য জানান।

তিনি জানান, সকাল পৌনে ৯টার দিকে দানবাক্স খোলা হয়। সেখানে ৮টি দানবাক্স খুলে মোট ২০ বস্তা টাকা পাওয়া গেছে। এখনো টাকা গণনা চলছে।

এদিকে গত বছরের ১ অক্টোবর এ মসজিদের দানবাক্স খুলে মোট ১৫ বস্তা টাকা পাওয়া গিয়েছিল।

প্রসঙ্গত, কিশোরগঞ্জ শহরের পশ্চিমে হারুয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে ১০ শতাংশ জমির ওপর গড়ে উঠেছিল পাগলা মসজিদ। মসজিদের দান থেকে পাওয়া টাকা মসজিদসহ জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার পাশাপাশি বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজে ব্যয় করা হয়। 

এদিকে ঐতিহ্যবাহী এ মসজিদে আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন ইসলামিক কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে এর নির্মাণ ব্যয় ধরা হয় ১১৫ কোটি টাকা। সেখানে অন্তত ৬০ হাজার মানুষ একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। এ মসজিদে মোট ৮টি লোহার দানবাক্স রয়েছে। প্রতি দানবাক্স ৩ মাস পর পর বাক্স খোলা হয়।

(ঢাকাটাইমস/০৭জানুয়ারি/এসএম)