বাউফলে ১৫ মণ জাটকাসহ ৪ জেলে আটক

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ জানুয়ারি ২০২৩, ১৬:৫৭

পটুয়াখালীর বাউফল উপজেলা সংলগ্ন তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে ১৫ মণ জাটকাসহ ৮ জনকে আটক করেছে কালাইয়া নৌ পুলিশ।

আটককৃতরা হলেন, ভোলা জেলার বোরহান উদ্দিনের মো. শামীম হোসেন (১৮) মো. বাসেদ (৫৫), মো. ইউনুছ (২২) মো, জামাল উদ্দিন (৩৫), জামাল হাওলাদার (২৮), রাজু গাজী (২০) তজুমুদ্দিনের মো. মহসিন (১৮) পারভেজ (১৮)

রবিবার দুপুর ১২টার দিকে আটককৃতদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী মেজিস্ট্রেট ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি বায়েজিদুর রহমান।

কালাইয়া নৌ পুলিশ ফাড়ির ইনচার্য উপপরিদর্শক মো. লুৎফর রহমান বলেন, শনিবার দিবাগত রাতে উপজেলা মৎস অফিস ও নৌ পুলিশের যৌথভাবে তেঁতুলিয়া নদীতে জাটকা বিরোধী অভিযানে নামে। রবিবার ভোরে তেঁতুলিয়া নদীর ধুলিয়া পয়েন্ট থেকে ১৫ মণ জাটকা জব্দ ও ৮ জন জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। জব্দ মাছগুলো স্থানীয় দুস্থ ও বিভিন্ন এতিম খানায় মাছ বিতরণ করা হয়ছে।

উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মাহবুব আলম তালুকদার বলেন, নৌপুলিশ ও মৎস অফিস যৌথভাবে নদীতে অবৈধ জাল ও জাটকা বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

(ঢাকাটাইমস/৮জানুয়ারি/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :