নুরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে শাহবাগ থানায় মামলার আবেদন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩, ২০:২৩ | প্রকাশিত : ০৮ জানুয়ারি ২০২৩, ২০:০৭

গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুরের বিরুদ্ধে শাহবাগ থানায় রাষ্ট্রবিরোধী চক্রান্তের অভিযোগে মামলার আবেদন করেছেন মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

রবিবার সন্ধ্যায় শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি ঢাকাটাইমসকে বলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা মঞ্চের একটি অভিযোগ পেয়েছি। আমরা তদন্ত করে দেখছি।

মুক্তিযোদ্ধা মঞ্চের অভিযোগে বলা হয়, দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে বিগত ২০২৩ সালের ৩ জানুয়ারি দেখতে পাই, বাংলাদেশ গণ অধিকার পরিষদ নামক রাজনৈতিক দলের সদস্য সচিব নূরুল হক নূর হজ্ব করার কথা বলে বিদেশে সফরে গিয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অস্বীকৃত ইসরাইল রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট মেন্দি এন সাফাদির সঙ্গে বৈঠক করে বাংলাদেশের নির্বাচিত সরকার উৎখাতের দেশবিরোধী রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

মোসাদ এজেন্ট মেন্দি এন সাফদির সঙ্গে নুরুল হক নূরের ছবি ও তার স্বীকারোক্তিমূলক কথোপকথন ইতোমধ্যেই ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে এখন আলোচনার কেন্দ্রবিন্দু।

আল্লার পবিত্র কাবাঘর তাওয়াফের নাম করে বিদেশে গিয়ে ইয়াহুদি চক্রের সঙ্গে হাত মিলিয়ে নুরুল হক নুর প্রকৃতপক্ষে বাংলাদেশের রাষ্ট্র, সরকার ও পবিত্র ধর্ম ইসলামের মধ্যে বিভেদ সৃষ্টির হীন চক্রান্তে লিপ্ত।

অভিযোগে আরো বলা হয়, নুরুল হক নুর রাষ্ট্রদ্রোহের অপরাধ সংগঠিত করেছেন। বিধায় দন্ডবিধির ১২৪(ক), ১২০(খ) ও ৫০৬ ধারায় মামলা করা আবশ্যক।

এ বিষয়ে মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ঢাকাটাইমসকে বলেন, আমরা রাষ্ট্রের বিরুদ্ধে চক্রান্ত করার অভিযোগে একটি অভিযোগ দিয়েছি। আজকে একটি অনুষ্ঠান করে আবারও খোঁজ খবর নিতে গিয়েছিলাম। এখন দেখি রাষ্ট্র কী করে? আমরা আমাদের দায়িত্ব পালন করেছি।

(ঢাকাটাইমস/০৮ জানুয়ারি/এএ/এসএম)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

বিএনপি নেতাদের বানোয়াট কথা শুনে জিয়াউর রহমান কবরে শুয়ে লজ্জা পায়: পররাষ্ট্রমন্ত্রী

আ.লীগ বিদেশিদের দাসত্ব করে না: ওবায়দুল কাদের 

বাংলাদেশে একদিন গণতন্ত্র প্রতিষ্ঠিত হবেই, তখন আ. লীগ থাকবে না: আমিনুল হক

উপজেলা নির্বাচন ঘিরে তৃণমূল আ.লীগে বাড়ছে দ্বন্দ্ব

সরকারের এমপিরা ঘোষণা দিয়ে লুটপাট শুরু করেছে: এবি পার্টি

বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান ছাত্রশিবির সভাপতির

আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ফখরুলের

বিএনপির ভারত বিরোধিতা মানুষের কষ্ট বাড়ানোর নতুন সংস্করণ: নাছিম

ভোট ডাকাত সরকারকে সমর্থনকারী দেশের পণ্য বর্জন ন্যায়সঙ্গত: রিজভী

১১ মামলায় আগাম জামিন পেলেন বিএনপি নেতা বকুল

এই বিভাগের সব খবর

শিরোনাম :