নুরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে শাহবাগ থানায় মামলার আবেদন

প্রকাশ | ০৮ জানুয়ারি ২০২৩, ২০:০৭ | আপডেট: ০৮ জানুয়ারি ২০২৩, ২০:২৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুরের বিরুদ্ধে শাহবাগ থানায় রাষ্ট্রবিরোধী চক্রান্তের অভিযোগে মামলার আবেদন করেছেন মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। 

রবিবার সন্ধ্যায় শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি ঢাকাটাইমসকে বলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা মঞ্চের একটি অভিযোগ পেয়েছি। আমরা তদন্ত করে দেখছি।  

মুক্তিযোদ্ধা মঞ্চের অভিযোগে বলা হয়, দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে বিগত ২০২৩ সালের ৩ জানুয়ারি দেখতে পাই, বাংলাদেশ গণ অধিকার পরিষদ নামক রাজনৈতিক দলের সদস্য সচিব নূরুল হক নূর হজ্ব করার কথা বলে বিদেশে সফরে গিয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অস্বীকৃত ইসরাইল রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট মেন্দি এন সাফাদির সঙ্গে বৈঠক করে বাংলাদেশের নির্বাচিত সরকার উৎখাতের দেশবিরোধী রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। 

মোসাদ এজেন্ট মেন্দি এন সাফদির সঙ্গে নুরুল হক নূরের ছবি ও তার স্বীকারোক্তিমূলক কথোপকথন ইতোমধ্যেই ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে এখন আলোচনার কেন্দ্রবিন্দু। 

আল্লার পবিত্র কাবাঘর তাওয়াফের নাম করে বিদেশে গিয়ে ইয়াহুদি চক্রের সঙ্গে হাত মিলিয়ে নুরুল হক নুর প্রকৃতপক্ষে বাংলাদেশের রাষ্ট্র, সরকার ও পবিত্র ধর্ম ইসলামের মধ্যে বিভেদ সৃষ্টির হীন চক্রান্তে লিপ্ত। 

অভিযোগে আরো বলা হয়, নুরুল হক নুর রাষ্ট্রদ্রোহের অপরাধ সংগঠিত করেছেন। বিধায় দন্ডবিধির ১২৪(ক), ১২০(খ) ও ৫০৬ ধারায় মামলা করা আবশ্যক।

এ বিষয়ে মুক্তিযুদ্ধ  মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ঢাকাটাইমসকে বলেন, আমরা রাষ্ট্রের বিরুদ্ধে চক্রান্ত করার অভিযোগে একটি অভিযোগ দিয়েছি। আজকে একটি অনুষ্ঠান করে আবারও খোঁজ খবর নিতে গিয়েছিলাম। এখন দেখি রাষ্ট্র কী করে? আমরা আমাদের দায়িত্ব পালন করেছি। 

(ঢাকাটাইমস/০৮ জানুয়ারি/এএ/এসএম)